স্টাফ রিপোর্টার:
আজ বুধবার নীলফামারী জেলা সদরের সরকার পারায় তৃপ্তি মহিলা উন্নয়ন সমিতির উদ্যোগ বিনামূল্যে ৩ মাস সেলাই মেশিন প্রশিক্ষন উদ্বোধন কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর পিতা জনাব দেওয়ান কামাল আহমেদ মেয়র পৌরসভা নীলফামারী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বাবু অ্যাডভোকেট অক্ষয় কুমার রায়, সাধারণ সম্পাদক জেলা আইনজীবী ও প্রসিকিউটর (পিপি) জজ কোর্ট নীলফমারী।
উক্ত ফ্রি সেলাই মেশিন প্রশিক্ষনে সভাপতিত্ব করেন শ্রীমতি রত্না রানী রায় সংরক্ষিক মহিলা কাউন্সিল ও সভাপতি তৃপ্তি মহিলা উন্নয়ন সমিতি।শ্রীমতি রত্না রানী রায় বলেন এখানে মা ও বোনেরা ফ্রিতে প্রশিক্ষন নিয়ে কাজ শিখে নিজে স্বাবলম্বী হয়ে সংসারে অভাব অনটন অনেকটা লাঘব ঘটাবে। তিনি পরিশেষে সবার উন্নতি সাফল্য কামনা করেন সভার কাজ সমাপ্তি করেন।