প্রাণটা দেহে আছে বিধায়
হচ্ছে এতো কিছু।
মৃত্যুর দিন জানলে পড়ে
ফিরতো সবাই পিছু।
কার মৃত্যু কোন ঠিকানায়;
নাইতো কারো জানা।
দুনিয়ার এই ব্যস্ততার মাঝে
মৃত্যু দিবে হানা।
দুনিয়ার এই কত সুখ ভোগ
কত যে ইচ্ছে পূরণ।
এতো কিছু অর্জনের পরও
হৃদয় মাঝে অপূরণ।
মানুষের চাওয়ার শেষটায় আজও
পৌঁছাতে পারেনি কেহ।
দুনিয়ার এই প্রতিযোগিতায়
মূল্যহীন প্রাণছাড়া দেহ।
কেউ থাকে পাঁচতলাতে
পায়না খুঁজে সুখ।
কেউ থাকে গাছ তলাতে
তার জীবনেই সুখ।
আকাঙ্ক্ষা পোষে থাকে যে পাঁচতলায়
পাবেনা সে কোনো সুখ।
তুষ্ট হয়ে থাকে যে গাছ তলায়
সেই পায় প্রকৃত সুখ।