পঞ্চগড় প্রতিনিধি:
বুধবার ৮ মে ভোর রাতে তেতুলিয়া উপজেলার রণচন্ডী বিওপি আওতাধীন এলাকার সীমান্ত পিলার ৪৪৬ /১৪ আর,এর নিকট খয় খাটপাড়া দরগাসিং এলাকায় ভারতের ফকির পাড়া বিএসএফ ক্যাম্পের টহলদের গুলিতে মারা যায়।
নিহতারা হলেন তেতুলিয়া উপজেলার ব্রক্ষতোল গ্রামের কাটা বালির ছেলে ইয়াসিন আলী(২৩)এবং তেতুলিয়া সদর ইউনিয়নের মাগুরা গ্রামের জুনু মিয়ার ছেলে আব্দুল জলিল।
স্থানীয়রা ভোরবেলা সীমান্ত এলাকায় লাশ দুটি দেখতে পেয়ে তেতুলিয়া থানা বিজিবিকে খবর দেয় খবর পেয়ে তেঁতুলিয়া থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) সুজয় কুমার বলেন,নিহত দুইজনের পরিবার ও প্রতিবেশীর কাছ থেকে জানা গেছে তারা অবৈধভাবে সীমান্ত দিয়ে গরু আনতে গেলে বিএসএফ তাদের গুলি করে।
বিষয়টি নিশ্চিত করেছেন তেতুলিয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার। উল্লেখ যে, সীমান্ত দিয়ে অবৈধ্য গরু পারাপার ও সিমান্তে পাথর তোলাকে কেন্দ্র করে সীমান্তে উত্তেজনা বিরাজ করে।