তারিখ:১৮/১২/২০২৪
যেখানেই থাকো তোমার জন্মদিনে- একটা ফোন দিও
কতই তো দিয়েছো, কত সময় হারিয়েছো অবহেলায়
আজ না হয় তেমনই অবহেলা-
আমার জন্য একটু সান্ত্বনা হোক।
তুমি তো বলেছিলে-
আমি ছাড়া তোমার জীবন হবে শূন্য মরুময়
সবুজ পাতায় দেখা দেবে মড়কের চিহ্ন।
যতই আসুক ঝড়,ভূমিকম্প, ওলোট-পালোট বৈশাখ
তবুও,তুমি থাকবে আমার অন্তরে চিরকাল সূর্যের মতো
আজ তার কিছুই কি মনে আছে? হয়তো নেই —।
শপথের পর শপথ দিয়েছো মনে আছে কি কিছুই তার
শপথের মালা ছেড়া এতই কি সহজ আটপৌরে শাড়ির মতো।
এখন তুমি যেখানে আছো আমার থেকে অনেক—দূরে
কখনো হয়তো দেখা হবে না, হলেও কথা হবার নয়
তবুও অন্তত একটা ফোন দিও তোমার জন্মদিনে ।
ভালোবেসে তোমাকে আমি ভুল করেছি,একা আমি বলি না
তবে অপাত্রে ভালোবাসনি তার জন্য গর্ব করি
তাইতো আমাদের ভালোবাসাকে এখনো ফুল দিয়ে পূজা করি।
তোমার বুকে মাথা রেখে মরবো বলে জিদ ধরেছি
সারা জীবন তোমার কাছে থাকবো বলে পণ করেছি
এটা আমার কল্পনা রাজ্যের বহিঃপ্রকাশ মাত্র।
হয়তো তোমাকে কোনদিনই পাবো না এখন তুমি যেখানে থাকো আমার কিছুই বলার অধিকার নেই
তবুও তোমার জন্মদিনে আমাকে একটা ফোন দিও।
না হয়,ছিটিয়ে দেয়া কিছুটা সুখেরই পরশ পাবো
মিথ্যে আসার স্বপ্নটুকু মিটে যাবে ভালবাসার নেশা টুকু কেটে যাবে, মিটে যাবে নষ্ট মনের কষ্টটুকু
ঝেটিয়ে যাবে যত অন্তরত্ত্ব
তোমার জন্মদিনে অন্তত একটা ফোন দিও।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ