“তোমার মাঝে আমিটাকে”
সেলিনা সাথী
তোমার চোখের চাহনিতে,
মায়া খুঁজে পাই,
তোমার হাসির ঝলকানিতে
হৃদয় নাচে তাই।
তোমার কণ্ঠে মধুর সুরে
অপূর্ব এক গান,
তোমার ছোঁয়ায় মনটা আমার
পায় যে নতুন প্রাণ।
তোমার সাথে কাটানো সেই-
মধুর সময় গুলি,
মনের মাঝে দেয় যে দোলা
কেমন করে ভুলি -?
পাগল করা তোমার প্রেমেই
হয়েছিলাম কবি
তোমার মুখের কথা মানে ,
মিষ্টি সুরের রবি।
তোমার পাশে থাকলে বসে
সময় থেমে থাকে,
তোমার ভালোবাসার প্রদীপ
আলো দিয়ে রাখে।
তোমার মিষ্টি মধুর কথায়
হৃদয় জুড়ে হাসি,
সত্যি করে বলছি তোমায়
ভীষণ ভালোবাসি।
তোমার মায়ায়, তোমার ছায়ায়
নতুন করে বাঁচি,
তোমায় পেয়ে হৃদয় মাঝে –
মনের সুখে নাচি।
তোমার প্রেমের মায়াজালে
হারিয়ে যেতে চাই,
তোমার স্নেহের পরশে সব
ব্যথাও ভুলে যাই।
তুমি যেন স্বর্গ আমার
তুমিই হলে সুখ,
তুমি এসে তাড়িয়ে দিলে
জমিয়ে থাকা দুঃখ।
মন থেকে ভালোবাসি
হয়নি তোমায় বলা,
তোমার সাথে ব্যাস্তবে তাই
হয়নি আজো চলা।
তোমার মাঝে আমিটাকে
কল্পনাতে আঁকি,
ঘুমের ঘোরের ভাবনা গুলি
দিলো আমায় ফাঁকি।