হিমংপ্রু মারমা হাইসিং থানচি (বান্দরবান) প্রতিনিধি।
বান্দরবানের থানচিতে বেড়াতে আসা পর্যটকদের কাছে সন্ত্রাসীরা নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়া ঘটনা ঘটেছে।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পর্যটকরা থানচি বাজার বিজিবি পোষ্টে এসে পৌঁছায়। পরে গাইড ও পর্যটকরা জানান, থুইসাপাড়া হতে একজন স্থানীয় গাইড পর্যটকদের ভেলাখুম নিয়ে গেলে পাহাড় হতে ৭ জন অস্ত্রধারী সন্ত্রাসী তাদেরকে জিম্মি করে। তারপর তাদের সাথে থাকা টাকা, মোবাইল, ঘড়ি দিতে বলে। না দিলে তাদেরকে গুলি করবে বলে ভয় দেখায় সন্ত্রাসীরা। সশস্ত্র সন্ত্রাসীরা কেএনএফ এর মনোগ্রাম সম্বলিত ছাপা পোশাক পড়া ছিল বলে জানায়। তবে সন্ত্রাসী দলটি নিজেদেরকে আরাকান আর্মি বলে পরিচয় দিয়েছে বলে জানা যায়।
জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারী থানচি এলাকায় থুইসা পাড়া রাজু খিয়াং কটেজ হতে ২২ জন পর্যটক, ১৮ জন পুরুষ ও ৪জন মহিলা আমিয়াখুম হতে বেলাখুমে যান। ভেলাখুম নামক স্থানে ৭ জন অজ্ঞাত সন্ত্রাসী গ্রুপ তাদেরকে জিম্মি করে তাদের সাথে থাকা নগদ ১লাখ ৮১ হাজার টাকা ও ১৫ টি স্মার্ট ফোন ছিনিয়ে নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়েছে।
এ নিয়ে উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মোহাম্মদ মানুন বলেন, ভুক্তভোগী পর্যটকরা অফিসে এসে অবগত করেছে। তাদের থানায় জানানো জন্য পরামর্শ দিয়েছি।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ