থানচি (বান্দরবান) প্রতিনিধি।বান্দরবানের থানচিতে ভাইস চেয়ারম্যান আম বাগান এলাকায় ১০ কিলোমিটার নামে স্থানে বাস গাড়ি ধাক্কায় মিনি ট্রাক ড্রাইভারসহ বেশ কয়েকজন আহতের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দুপুর অনুমানিক ১:৪০ টা সময় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা পকশৈ আম বাগান এলাকায় ১০ কিলোমিটার নামক স্থানে বান্দরবান গামি বাস গাড়ি ধাক্কায় ট্রাক ড্রাইভারসহ বেশ কয়েকজন আহতের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভাইস-চেয়ারম্যান আম বাগান এলাকায় বান্দরবান থেকে আসা স্টারশীপ কোম্পানির মালবাহী (পিরোজপুর- ন, ১১-০০৯৫) নম্বরে মিনি ট্রাক ইঞ্জিন সমস্যা হয়ে রাস্তা পাশে দাঁড়িয়েছিল। এ সময় থানচি থেকে আসা একটি ট্রাক গাড়ি থামিয়ে সমস্যা জানতে চেয়ে দুই ড্রাইভার কথা বলছিল। তখন ট্রাক গাড়ি পিছনে রয়েছে আরেক বিশ-সেভেন্টি গাড়ি। এমন সময় পিছন থেকে দ্রুততার সাথে (চট্ট মেন্ট্রো- জ, ১১-০৭২৫) নম্বরে বাস গাড়িটি এসে প্রথমে দাঁড়িয়ে থাকা মিনি ট্রাককে ধাক্কা মারে, পরে বিশ-সেভেন্টিকে মারার পর আবার ট্রাক গাড়িকে ধাক্কা দিয়ে দেয়। এসময় দাঁড়িয়ে থাকা মিনি ট্রাক ড্রাইভার কাজল (অনুমানিক ৩১) তার হেল্পারসহ বাস গাড়ি যাত্রী কয়েকজন আঘাত প্রাপ্ত হলে তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তায় চিকিৎসার জন্য স্বাস্থ্য কেন্দ্রে প্রেরণ করা হয়।
বাস গাড়ি যাত্রী গিয়াসউদ্দিন (৪০) বলেন, সামনে ঐ তিন গাড়ি গুলোকে না মারলে আমরা নিশ্চিত পাহাড় থেকে ঝিরিতে গাড়ি পরে গিয়ে সবাই মারা পরতাম। নাম প্রকাশে অনিচ্ছুক বাস গাড়ি আরেক যাত্রী বলেন, আজকে স্টেশন থেকে গাড়ি ছাড়ার নির্ধারিত সময়ের অনেক পরে গাড়ি ছেড়েছিল। দেরি করে গাড়ি ছাড়ার কারনে সময় বাঁচাতে ড্রাইভার খুবই দ্রুত গাড়ি চালাচ্ছিলেন, তাই এই পরিনতি হলো।
এসময় আইন-শৃঙ্খলা বাহিনীর পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।