হিমংপ্রু মারমা হাইসিং
থানচি (বান্দরবান) প্রতিনিধি।
বান্দরবানের থানচিতে বেপোরোয়া গতিতে বি- সেভেনটি গাড়ি ধাক্কায় এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারী ) বিকাল ৪টায় বাজার বি-সেভেন্টি স্টেশন এর সামনে বেপোরোয়া ভাবে আসা বি -সেভেনটি ধাক্কা দিলে এক বৃদ্ধ গুরুতর আহত হয়। আহত বৃদ্ধ সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড চাকু পাড়া বাসিন্দা ব্রিখেন ম্রো (৬০) বলে জানা গেছে। আহত বৃদ্ধকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে যাওয়া হয়েছে।
এ বিষয়ে থানচি স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার ডা: মিহরাব আল রহমান ( আরএমও) নিশ্চিত করে বলেন, আহত ব্যক্তিকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে পায়ে আশংঙ্কানক অবস্থা হওয়ায় বান্দরবানে রেফার করা হয়েছে।
এই নিয়ে থানচি থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ জসিম উদ্দিন জানান, ঘটনাটি সত্য চালককে জিজ্ঞাসা চলছে । পরবরর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।