থানচি (বান্দরবান) প্রতিনিধি। বান্দরবানের থানচিতে মংগক হেডম্যান পাড়া সংলগ্ন এসবিএম ইট ভাটাকে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রাকিব হাসান চৌধুরী নেতৃত্বে মংগক হেডম্যান পাড়া সংলগ্ন এসবিএম ইট ভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ১৬ ও ১৮ ধারায় অবৈধভাবে ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপনের অপরাধে জরিমানা করা হয়।
এসময় এসবিএম ইট ভাটা পরিচালনাকারী মোহাম্মদ আবদুল জব্বার (৪৫) কে অবৈধভাবে তার এসবিএম নামে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন অপরাধ প্রমাণিত হওয়াই নগদ ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। সাথে ইট পুড়ানো চুঙ্গি নামিয়ে পানি দিয়ে নষ্ট করে দেয়া হয়।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ