কাইথাং খুমী (থানচি) বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের থানচিতে দি ওয়ার্ল্ড বুদ্ধ শাসন সেবক সংঘ বাংলাদেশ, এর আয়োজনে অসহায় গরীব ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৌদ্ধ ধর্মীয় শাসনের অগ্রদূত বান্দরবানের স্বর্ণ জাদি, রাম জাদি, ক্যকমলং জাদি প্রতিষ্ঠাতা পরম পূজনীয় ভদন্ত উ: পঞ্ঞা জোত মহাথের মহোদয়ের ভিক্ষু ও শিষ্য শিষ্যাদের সম্মিলিত উদ্যোগে
গত ১৫ জানুয়ারি ২৪ইং দি ওয়ার্ল্ড বুদ্ধ শাসন সেবক সংঘ বাংলাদেশ, আয়োজনে থানচি বলিপাড়া ইউনিয়নের মনাই পাড়া বৌদ্ধ বিহার, থানচি সদর ইউনিয়ন মংগক হেডম্যান পাড়া বৌদ্ধ বিহার, তিন্দু ইউনিয়ন ক্রপিং পাড়া বৌদ্ধ বিহার ও রেমাক্রী ইউনিয়ন বাজার বৌদ্ধ বিহারের ৬শত জন দুঃস্থ ও অসহায় গরীব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুরু ভান্তে প্রধান শিষ্য ভদন্ত উ: উপ ঞ্ঞা তিলক মহাথের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছে, উ: সুমনাচারা পঞা থের, উ: আমাতা পঞ্ঞা থের, উ: ঘোসিতা পঞ্ঞা থের ও উ: চান্দা পঞ্ঞা থের সহ এছাড়া উপস্থিত ছিলেন, বান্দরবানের সংগীত শিল্পী ও গুরুভান্তে স্নেহের ছোট ভাই চথুইপ্রু মারমা, আবুসাং মারমা, চসামং মারমা ও মংথোয়াইম্যা মারমা (রনি) প্রমুখ।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ