থানচি (বান্দরবান) প্রতিনিধি।
এলাকার শান্তিশৃঙ্খলা বৃদ্ধির লক্ষ্যে বান্দরবানের থানচিতে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বান্দরবান পার্বত্য জেলা সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসপি) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে থানচি থানা সভা কক্ষে থানচি থানা অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মজুমদার সভাপতিত্বে এলাকার শান্তিশৃঙ্খলা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসপি) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসপি) মোঃ শহীদুল্লাহ কাওছার পিপিএম (বার)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা পকশৈ, উপজেলা দুর্নীতি দমন কমিশন সভাপতি মোঃ সেলিমুর রশীদ ভূঁইয়া, থানচি প্রেসক্লাব সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংপ্রু ম্রো, উওইসারা ভান্তে, থানচি বাজার পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ।
এছাড়া সাংবাদিক, স্কুল-কলেজ, জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি, ব্যবসায়ী, এনজিও, ছাত্র জনতার, বিভিন্ন জাতিগোষ্ঠীর, বিভিন্ন পেশাজীবী, ধর্মীয় গুরু ও সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব গণতন্ত্র দেশ। দেশ আমার-আপনার সবার, দেশের স্বার্থ সবার উপরে। এই দেশের কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয়া যাবে না এবং দেশের পরিপন্থী কাজ করতে দেয়া হবে না। দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ও জনস্বার্থে পুলিশের ভূমিকা হবে কঠোর, অন্যায়কারীদের সাথে কোন আপোষ হবে না। তিনি আরো বলেন, আমি বান্দরবান কে সুন্দর-সম্প্রীতির-সৌহার্দ্যপূর্ণ বান্দরবান দেখতে চাই। তিনি সম্প্রীতির বান্দরবান বজায় রাখতে সকলকে সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান। এসময় সকল জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা নিজেদের জাতিগোষ্ঠীর ও এলাকার সম্পর্কে বক্তব্য রাখেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ