হিমংপ্রু মারমা হাইসিং,
থানচি (বান্দরবান) প্রতিনিধি।
০৭ ফেব্রুয়ারী'২০২৪ খ্রিঃ।
মানিকগঞ্জ জেলা দৌলতপুর থানা, বাঘুটিয়া ইউনিয়ন ৫নং ওয়ার্ড, চরকাটারী গ্রামের বাবুল হোসেন (৩৯) জাতীয় পরিচয়পত্র ১৯৫৮৫৬১১০১৭৬১৯৭৫৪,
পিতা: মনছের আলী মাতা: মোছাঃ চেনভানু নামে এক হাড়ি পাতিল ও প্লাষ্টিক জাতীয় দ্রব্য বিক্রেতা বান্দরবানের থানচিতে নিখোঁজ হয়েছে।
এ ঘটনায় থানচি থানায় নিখোঁজ বাবুল হোসেন পরিবারের পক্ষে তাঁর চাচা মোঃ ইউসুফ আলী (৪০) পিতা ইব্রাহিম শেখ মাতা মোছাঃ মরিয়ম বেগম, বাদী হয়ে একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন।
বাবুল হোসেনের চাচা মোঃ ইউসুফ আলী জানান, গত ২৯ জানুয়ারি সকাল সাড়ে ৮টা হতে ৩১ জানুয়ারী রাত সাড়ে ৮ টা সময়ের মধ্যে থানচি বলিবাজার এলাকায় বাবুল হোসেন হাড়ি পাতিল ও প্লাষ্টিক জাতীয় দ্রব্য বিক্রির উদ্দেশ্যে আসেন ও বিক্রি করতেন। পরবরর্তীতে বাবুল হোসেনের মোবাইল (০১৮৯৩-৭৯৯৪৯৩) নম্বরে যোগাযোগ করা হলে মোবাইল বন্ধ পাওয়া যায়। এভাবেই সেই নিখোঁজ হয়ে যায়। তাছাড়া বাসায় না ফেরায় সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করছি তার পরিবারসহ আমরা সবাই।
তাকে কোথাও খুঁজে না পেয়ে গত ৫ ফেব্রুয়ারী থানচি থানায় এক সাধারণ ডায়েরী (জিডি) করা হয়। যার জিডি নং ১৩৫, জিডি ট্র্যাকিং নং 2MBP30, বাবুল হোসেনের বর্তমান ঠিকানা গ্রাম: মৌলভীর চর, ইউনিয়ন: কাকারা, থানা: চকরিয়া, জেলা: কক্সবাজার। বাবুল হোসেন তার স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে বর্তমান ঠিকানায় বসবাস করেন।
নিখোঁজ বাবুল হোসেনের সন্ধান পেলে বাবুল হোসেনের চাচা মোঃ ইউসুফ আলী মোবাইল (০১৮৪৩-৫১৬২৫২) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এ নিয়ে থানচি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিখোঁজ বাবুল হোসেন পরিবারের পক্ষে তাঁর চাচা মোঃ ইউসুফ আলী নিখোঁজের সাধারণ ডায়ারী করেছেন। এই ডায়েরী সংক্রান্তে প্রয়োজনীয় সকল আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ