কাইথাং খুমী
থানচি প্রতিনিধি:(বান্দরবান)
আজকের ইস্টার সানডে। খ্রীষ্ট ধর্মাবলম্বীদের সপ্তম দিনের দিন ইস্টার সানডে, অর্থাৎ যীশু খ্রীষ্টের পূর্ণরুত্থান। ইস্টার সানডে উৎসবের উপলক্ষে থানচিতে, পাহাড়ের ও গ্রামের গ্রামের সারা বিশ্বের সাথে একযোগে উৎসবটি উদযাপন করা হয়। রবিবার (৩১ মার্চ) রাত (১২ টা) ইস্টার সানডে উৎসবটি পাহাড়ের পাড়ায় পাড়ায় খ্রীষ্টের বিশ্বাসী বিভিন্ন সম্প্রদায়ের লোকজনে মধ্যে পালন করে থাকে। চার্চে ধর্মীয় যাজকরা পাল্ম সানডে, গুড ফ্রাইডে ও ইস্টার সানডে এসময়ে “পবিত্র বাইবেল” থেকে যীশু খ্রীষ্টের আত্ম জীবন কাহিনী বিষয়ে শিক্ষা দেন। পূণ্য বৃহস্পতিবার হতে পূণ্য শনিবার মধ্য রাত পযর্ন্ত অনেকে পাপ স্বীকার, উপবাস ও আত্মত্যাগের মাধ্যমে আত্মশুদ্ধির জন্য প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার “ইস্টার সানডে” ভোর বেলায় অন্ধকার থাকতেই ত্রাণকর্তা যীশু খ্রিষ্ট কবর হতে জীবিত উঠেছেন।
মৃত্যুর হতে জীবিত হয়ে উঠা আনন্দের মেটে উঠে খ্রিষ্ট ভক্তরা। একই সাথে উপাসনালয়ে বিশ্ব শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা মিলিত হন। এবং ১২ হতে ১৫ বছর বয়সীদের বাপ্তিজীত করা হয়।
জীবিত হয়ে উঠার আনন্দের নেচে গেয়ে ছেলে মেয়ে, তরুণ তরুণী ও বৃদ্ধ বৃদ্ধারা আনন্দে সামিল হন এবং বিভিন্ন পিঠা তৈরি উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। থানচি এরিয়া পাষ্টর কুসুম খুমী বলেন, “ইস্টার সানডে” এই দিনটি একজন খ্রিষ্ট বিশ্বাসী অর্থ্যা খ্রিষ্ট ধর্মাবলম্বীদের জন্যে গুরুত্বপূর্ণ বিশেষ একটি দিন। প্রতি বছর এভাবে নানান আয়োজনের মাধ্যমে উৎসবটি পালন হয়ে থাকেন বলে জানান তিনি।