থানচি (বান্দরবান) প্রতিনিধি।
বান্দরবানের থানচিতে ব্যাংকে লুটপাট করে কেএনএফ সদস্যরা পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (০৩ এপ্রিল) দুপুর ১২:৩০ টা সময় অতর্কিত ভাবে কেএনএফ সদস্যরা সোনালী ও কৃষি ব্যাংকের হামলা চালিয়ে লুটপাট করে নিয়ে যায়।
জানা যায়, কেএনএফ সদস্যরা ৩টি বিশ সেভেন্টি গাড়ি নিয়ে থানচি বাজার প্বার্শবর্তী এলাকায় অবস্থিত সোনালী ও কৃষি ব্যাংকের এসে অর্তকিত হামলা চালিয়ে ব্যাংকের চলমান লেনদেনের টাকা ও গ্রাহকদের কাছে থাকা নগদ অর্থ ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।
এনিয়ে থানচি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুপুরে অতর্কিত ভাবে কেএনএফ সদস্যরা সোনালী ও কৃষি ব্যাংকের হামলা চালিয়ে সবকিছু বুঝে উঠার আগেই পালিয়ে যায়। এই ঘটনায় তদন্ত চলছে এখনো বিস্তারিত কিছুই জানা যায়নি।
এনিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মামুন বলেন, সোনালী ও কৃষি ব্যাংক মিলিয়ে অনুমানিক ১৭ লক্ষ ৪৫ হাজার টাকা কেএনএফ সদস্যরা লুটপাট করে নিয়ে গেছে। এই ঘটনায় এখনো বিস্তারিত কিছুই জানা যায়নি।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ