কাইথাং খুমী
থানচি (বান্দরবান) প্রতিনিধি:
থানচি, তিন্দু ও রেমাক্রী সাঙ্গু নদীতে প্লাস্টিক আবর্জনায় দূষণের চরম আতঙ্ক এলাকাবাসী। সাঙ্গুু নদীর তিন্দু ও রেমাক্রী শৈল প্রপাত চড়ে প্লাস্টিকের আবর্জনা দূষণের ভয়াবহ ও এটি আতঙ্কের এলাকাবাসীদের, জানালেন বসবাসরত স্থানীয় বাসিন্দারা। এ প্রেক্ষিতে “প্লাস্টিক মুক্তদেশ গড়বো বাংলাদেশ” এই স্লোগান নিয়ে হিউম্যানটারিয়ান ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত তিন স্কুলের যৌথ উদ্যোগে আনুমানিক মোট : ৫০ জনের বেশি ছাত্র-ছাত্রী ও দায়িত্ব রত স্কুল প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা বৃন্দের, সহ পরিষ্কার কাজে সার্বিক পরিচালনা করেন জনাব হালিরাম ত্রিপুরা প্রকল্প ভিজিটর। এ বিষয়ে জানতে চাইলে জনাব এমং মারমা মেম্বার বলেন, রেমাক্রী ইউনিয়ন নেটওয়ার্ক বিহীন দুর্গম পাহাড় এলাকায় হলেও এটি পযর্টকদের বিশেষ আকৃষ্ট রেমাক্রী শৈল প্রপাত, রয়েছে হোটেল মোটেল এড়াও ঘাটের ছোট ছোট হাট-বাজার। এ’র মধ্যে হাজারো পযর্টক, ভ্রমণকারীদের অসচেতনতা প্লাস্টিক, আবর্জনা ও সব ধরনের যাবতীয় জিনিস নিদিষ্ট স্থানে না ফেলা, এসবই পরিবেশ দূষণ কারণে আজকের চরম আতঙ্কে হুমকি মুখে এ সাধারণ জনজীবন এমন কথা জানান তিনি। পথচারী কয়েক জন্যের কাছে এ বিষয়ে আরও জানতে চাইলে তারা বলেন, এখানে ভ্রমণে পযর্টক, গাইড ও স্থানীয় মানুষদেরও সচেতনতার দরকার রয়েছে, যাতে ডাস্টবিন ব্যবহার করে নিদিষ্ট স্থানে প্লাস্টিক, ময়লা, আবর্জনা ও যাবতীয় জিনিস ফেলা। এরকমই সচেতন কাজে হাত না বাড়ালে এলাকায় বসবাসরত স্থানীয় মানুষদের ভবিষ্যত জীবন অতিষ্ঠ পরিকল্পনা করা যাবে না বলেন পথচারীরা।