মোহাম্মদ সেলিম চট্টগ্রাম:
নগরী পাহাড়তলী থানা পুলিশের বিশেষ অভিযান পরিত্যাক্ত অবস্থায় ০২ টি বিদেশী রিভলবার সহ ১৬ রাউন্ড বুলেট উদ্ধার
চট্টগ্রাম নগরের থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান চালিয়েছে পুলিশ। নগরীর পাহাড়তলী এলাকার খাল পাড় থেকে দুটি বিদেশি রিভলবার ও ১৬ রাউন্ড বুলেট উদ্ধার করেছে পুলিশ। ছিনতাইকারী ধরতে অভিযান চালানোর সময় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
২৫ ডিসেম্বর (বুধবার) দুপুরে নগরীর পাহাড়তলী থানার সাগরিকা এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর চট্টগ্রাম নগর এবং জেলার বিভিন্ন থানায় ছাত্র-জনতার বিজয় উল্লাসের সময় দুর্বৃত্তরা ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। এ সময় চট্টগ্রামসহ বিভিন্ন থানার অস্ত্রাগার থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সরঞ্জাম লুট হয়ে যায়। এই ঘটনার পর থেকে পুলিশ বিভিন্ন এলাকায় অস্ত্র উদ্ধার অভিযানে অংশ নেয় এবং এই উদ্ধার অভিযানটির মাধ্যমে তাদের সংগ্রহের তালিকা আরও বৃদ্ধি পায়।
এই উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে দুটি বিদেশি রিভলভার এবং ১৬টি বুলেট অন্তর্ভুক্ত। স্থানীয় পুলিশ কর্মকর্তা জানিয়েছে, এসব অস্ত্র সম্ভবত অনেক দিন আগে এখানে ফেলে দেওয়া হয়েছিল। থানায় লুট হওয়া অস্ত্র ফেরত দেওয়ার জন্য পুলিশ বিশেষভাবে ঘোষণা দিয়েছিল, যাতে কেউ সরাসরি থানায় না গিয়ে অস্ত্রগুলো কোথাও রেখে দিতে পারে। পুলিশের ধারণা, যারা এই অস্ত্রগুলি লুট করেছিল তারা সেগুলো দীর্ঘদিন ধরে কোনো নিরাপদ স্থানে রেখেছিল এবং পরে সেগুলো উদ্ধার করার জন্য ফেলে দিয়ে গেছে।
এবিষয়ে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বলেন, ছিনতাইকারী ধরতে অভিযান চালানোর সময় সাগরিকা এলাকা থেকে দুইটি বিদে�