নুরুল কবির বিশেষ প্রতিনিধি চট্রগ্ৰাম:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, দেশের জনগণ ফ্যাসিবাদের বিকল্প হিসেবে ইসলামী দলকে নিয়ে স্বপ্ন দেখছে। জামায়াতে ইসলামী বৃহৎ ইসলামী দল হিসেবে এ সংগঠনের নেতাকর্মীকে জন-আকাংখা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। জাতীয় ঐক্যের ভিত্তিতে সরকার গঠন করার মাধ্যমে এদেশে স্বৈরাচারের বীজ উপড়ে ফেলা সম্ভব।
শনিবার (০৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে বিআইএ মিলনায়তনে জেলা মজলিসে শুরার সাধারণ অধিবেশনে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় শুরা অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য অধ্যাপক আহসান উল্লাহ।
এ সময় দক্ষিণ জেলা নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, সহকারী সেক্রেটারী মুহাম্মদ জাকারিয়া, ড. ছাবের আহমদ, অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, এডভোকেট আবু নাছের, সাংগঠনিক সেক্রেটারী মাওলানা নুরুল হোসাইন ও অধ্যাপক মাহমুদুল হাছান প্রমূখ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেন, পতিত স্বৈরাচার যতই দেশবিরোধী ষড়যন্ত্র করুক, দেশের জনগণ তা রুখে দিতে প্রস্তুত। প্রয়োজনে নিজের জীবন দিতেও কুন্ঠাবোধ করে না। শহীদ সাইফুল ইসলাম আলিফ সেটা প্রমাণ করে দেখিয়েছেন। শহীদি এ ময়দানের দায়িত্বশীলগণকে জনগণের নির্ভরতার প্রতীক হয়ে উঠতে হবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ