পটুয়াখালী দশমিনা প্রতিনিধি,
পটুয়াখালী দশমিনা উপজেলায় বৈষম্য ছাত্র সমাজ আন্দোলন।পটুয়াখালী দশমিনা উপজেলায় গতকাল রোজ শনিবার বিকাল ৩ ঘটিকায় এ ছাত্র সমাজ আন্দোলন শুরু হয়। দশমিনা উপজেলায় বিভিন্ন ধরনের ছাত্র ছাত্রী এ আন্দোলনে যোগদান করেছিলেন ও সমাজের সাধারণ মানুষ ছাত্রদের সাথে যোগ দেন। এ ছিল শান্তি পূর্ণ আন্দোলন। এটি শুরু হয় দশমিনা বাজার থেকে থানার গেট গুরে সদর রোড দিয়ে নলখোলা পর্যন্ত গিয়ে শেষ হয়। এ অসযোগ আন্দোলন কোন ধরনের সম্যসা হয় নেই এটি ছিল শান্তি পূর্ণ আন্দোলন।