পটুয়াখালী দশমিনা প্রতিনিধি ,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দশমিনা উপজেলার ছেলে মোহাম্মদ জিহাদ হোসেন মোল্লা ।কোটা সংস্কার আন্দোলন নিয়ে ১৯ শে জুলাই রোজ, শুক্রবার বিকাল তিনটা ত্রিশ মিনিটের সময় ঢাকা যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ হন । এজন্য দশমিনা ও গলাচিপার ৩ আসনের বিএনপি’র কেন্দ্রীয় প্রতিনিধি জনাব ,হাসান মামুন বিকাল ৪ ঘটিকার সময় দশমিনায় আগমন করেন । শহীদ জিহাদ ,জাকির ও বাবলুর পরিবারের সাথে মত বিনিময় ও কবর জিয়ারত করেন, সাথে সাথে তার জন্য ও তার পরিবারের জন্য দোয়া করেন ।এতে অংশগ্রহণ করেন জাতীয়তাবাদী দল বিএনপি স্থানীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ।কেন্দ্রীয় নেতা হাসান মামুন আরো বলেন দশমিনা যারা শহীদ হয়েছে । তাদের পাশে থাকবে ও তাদেরকে সহযোগিতা করবেন ।কেন্দ্রীয় নেতা বক্তব্য বলেন দশমিনা ও গলাচিপা মানুষের পাশে থাকতে চাই ।জাতীয়তাবাদী দল বিএনপি নেতাকর্মীরা সব সময় বাংলাদেশের যত শহীদগন আছে তাদের পাশে থাকবে । দশমিনা ও বিভিন্ন দেশের যারা শহীদ হয়েছেন ও অনেকে আহত আছে তাদের জন্য দোয়া করবেন । এ আশাবাদী বিএনপি সর্ব স্তরের নেতা কর্মীদের ।শহীদদের পরিবারের প্রতি আশ্বাস দিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব, হাসান মামুন সাহেব ।