সিলেট প্রতিনিধি>>
তালামীযে ইসলামিয়া সিলেট সদর (পশ্চিম) উপজেলা উদ্যোগে ২০২৫ সালের দাখিল ও এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে ‘আদর্শ জীবন গঠনে আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার ও দু’আ মাহফিলে গত ২২ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ টায় উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-সভাপতি মনজুরুল করিম মহসিন।
শাখা সভাপতি মাহবুব আহমদ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও অফিস সম্পাদক অলিউর রহমান মিসবাহ-এর যৌথ সঞ্চালনায় সেমিনারে প্রধান বক্তার বক্তব্য রাখেন শাহ খুররম ডিগ্রি কলেজের প্রভাষক মুহাম্মদ শরিফ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক কাওছার হামিদ সাজু, আল আমানাহ একাডেমি সিলেটের ইনচার্জ মাওলানা মাহফুজ আল মাদানী, সংগঠনের সিলেট পশ্চিম জেলার সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান, অর্থ সম্পাদক আহকামুল ইসলাম বুলবুল, সিলেট সদর (পশ্চিম) উপজেলার সাবেক সভাপতি রুকন উদ্দিন, পূর্ব উপজেলার সভাপতি মোঃ আব্দুস সামাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাদিকুর রহমান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলার প্রচার সম্পাদক ইবরাহিম আলী, অর্থ সম্পাদক মোস্তাক আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক বুরহান আহমদ, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ইসমাঈল আলী শাহান, সিলেট সদর পূর্ব উপজেলার সদস্য নিজাম উদ্দিন, পশ্চিম উপজেলার সদস্য- মিজানুর রহমান, উজ্জ্বল হোসেন রিয়াদ ও সায়েদ নুর প্রমুখ।
অনুষ্ঠানে দাখিল/এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মনজুরুল করিম মহসিন বলেন, একাডেমিক বিভিন্ন পরীক্ষা মানুষের জীবনের গুরুত্বপূর্ণ ধাপ। এ ধাপে উত্তীর্ণ হওয়ার দ্বারা মানুষের সম্মান বয়ে আনে। তেমনি মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো আদর্শবান মানুষ হতে পারা। এর দ্বারা মানুষ দুনিয়া ও আখেরাতে সফলকাম ও সম্মানিত হতে পারে; কিন্তু দুটি ক্ষেত্রেই উত্তীর্ণ হতে পারা অত্যন্ত পরিশ্রমসাধ্য বিষয়। সেজন্য অধ্যবসায়ী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা অধ্যবসায় মানুষকে মনজিলে মাকসুদে পৌঁছে দিতে পারে।