শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুর প্রতিনিধিঃ “ইন্সপায়ার ইনক্লুশন” এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে দিনাজপুর শহরের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স মৌলভী ব্রাদার্স ব্যবসা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচীর আওতায় মাঠ পর্যায়ে কর্মরত নারীদের এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে প্রতি বছরের মত এবারও তাদের ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
নারী অগ্রযাত্রায় এবং পেশাগত ক্ষেত্রে ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়- সোনালী ইসলাম, মোছাঃ শাহনাজ বেগম, মোছাঃ খুরশিদা বেগম। এছাড়া “নারীর ক্ষমতায়নে অবদান” শ্রেণিতে ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে সম্মাননা প্রদান করা হয়- মোঃ জালাল উদ্দিন ও মিলন কুমার রায়।
অনুষ্ঠানে “পেশাগত ক্ষেত্রে জেন্ডার বৈষম্য নিরসন” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট নারী নেত্রী লুৎফুন নাহার তুলি বলেন, নারীর উপযুক্ত অধিকার, ব্যবসায়ের ক্ষেত্রে নারীর জন্য কার্যকরী পরিবেশ নিশ্চিতকরণ ও দেশের সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে নারীর অগ্রগামী ভূমিকা যথেষ্ট অবদান রাখবে বলে আমাদের বিশ্বাস। সম্মাননা প্রদান করতে গিয়ে মোঃ শামিম কবির বলেন, আজকের এই সম্মাননা কর্মক্ষেত্রে নারীদের পথ চলাকে আরও সুগম করবে। নারীরা পুরুষের পাশাপাশি প্রতিযোগিতায় টিকে থাকবেন এবং তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন বৃদ্ধি পাবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ