স্টাফ রিপোর্টারঃ- মোঃ গোলাম মোরশেদ
দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের মোজাম বিনোদন পার্ক সিলগালা করেছেন উপজেলা প্রশাসন,
আজ রবিবার সুন্ধায় সরজমিনে গিয়ে দেখা যায়, মোজাম বিনোদন পার্কের নামে ভিতরে চলে দেহ ব্যবসা, মোজাম বিনোদন পার্কের মালিক দীর্ঘদিন যাবত এই ব্যবসায় জড়িত বলে জানান উপজেলা প্রশাসন, আজ রবিবার দুপুরে দিনাজপুর জেলার পুলিশ সুপারের দিকনির্দেশনায় ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামানের সার্বিক প্রচেষ্টায় পার্কে অভিযান চালিয়ে এক পতিতাসহ দুই খদ্দের কে গ্রেফতার করে
ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে দুই মাসের করে কারাদণ্ড প্রদান করেছে।
এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলার নির্বাহী অফিসার রফিকুল ইসলাম জানান, জেলা প্রশাসকের দিকনির্দেশনায় মোজাম বিনোদন পার্কে অবৈধ কর্মকান্ড চলার কারণে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত
এটি সিলগালা করে দেয়া হলো,
উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসি ল্যান্ড) মাহমুদুল হক বলেন এর আগেও এই বিনোদন কেন্দ্রে অভিযান চালিয়ে পতিতা ও খদ্দের সহ পার্কের মালিকে অধিক বার জেল জরিপানা করা হয়েছে।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, বিনোদন কেন্দ্রের মালিক মোজাম দীর্ঘদিন যাবত এই অবৈধ কর্মকান্ড পরিচালনা করে আসছেন, মাঝে মাঝেই অভিযান চালিয়ে বিভিন্ন সময় মালিকসহ অনেক কে আটক করে জেলে পাঠানো হয়েছে, জেল থেকে ছাড়া পেয়ে আবার একই কাজ শুরু করেছে, সামনে রমজান মাস এবং এলাকাবাসীর শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে রবিবার মোজাম পার্কে অভিযান চালিয়ে এক পতিতাসহ দুই খদ্দের কে আটক করা হয়েছে, এবং মোজাম বিনোদন পার্ক সিলগালা করে দেয়া হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন থানার ওসি তদন্ত এনামুল হক, অন্যান্য পুলিশ অফিসারগন, ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ