প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২৫, ১২:২১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৪, ১০:৪৭ পূর্বাহ্ণ
দিনাজপুর চিরিরবন্দরে দুর্নীতিবাজ মোঃ আব্দুর রহিমকে গ্রেপ্তার দাবি এলাকাবাসী
দিনাজপুর প্রতিনিধি: উত্তর পলাশবাড়ী গ্রাম ৩ নং ফতেজংপুর ইউপি , চিরিরবন্দর, দিনাজপুরের মোঃ আব্দুর রহিম নামক এক দুর্নীতিবাজ প্রতারক বর্ণচোড়া বহুরূপী প্রসঙ্গে তার কার্যকলাপের কিছুটা ফিরিস্তি উল্লেখযোগ্য বিষয় বর্ণনা দেয়া যাইতেছে -প্রথমত :ঘিণা মোহাম্মদ শাহ কর্তৃক প্রতিষ্ঠিত ওয়াকফকৃত মসজিদ(ইসি নং- ১০৪৬১)এর জবরদস্তি মূলক ইমামতি গ্রহণ এবং ওয়াকফকৃত সম্পত্তি দখলে নেয়া ফলশ্রুতিতে মসজিদটির জামায়াতের মুসল্লিদের বিভক্ত হইয়া আলাদা মসজিদ প্রতিস্ঠা করে আর সেই সুযোগে ভন্ড বাবা খুব অল্প সংখ্যক অনুগত মুসল্লি নিয়ে বহাল তবিয়তে লুটপাট এবং স্বীয় দখল দারিত্ব প্রতিষ্ঠা করে। নানারকম কুটকৌশল ভন্ডামি ধোকাবাজি তার চরিত্রের প্রধান বৈশিষ্ট্য হলেও সে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল বদলে পটু, কখনো জামায়াত লেবাসধারী কখনো বিএনপি বিদ্রোহী গ্রুপ সর্বোপরি আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের ছদ্দবেশী এই সমস্ত কিছু তার সুবিধাবাদ কায়েমের অপচেষ্টা।
এই ভন্ড সুবিধাবাদী ১৯৯০ ইং মোতওয়াল্লী নিয়োগ পায় ও ওয়াকফ প্রশাসন হতে একটি মসজিদ উপদেষ্টা কমিটি তিন বছরের জন্য অনুমোদন পায় এবং তার অপকর্ম ও স্বৈরাতন্ত্র প্রতিষ্ঠায় যাতে কোনো বিঘ্ন না ঘটে সেই জন্য আর কোন উপদেষ্টা কমিটি মেয়াদ-বৃদ্ধির আবেদন করে নাই...!!
আওয়ামীলীগ সরকারের সময় মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যে ( তারিকুল চেয়ারম্যান সভাপতি থাকাকালীন ) কোটি টাকার বাণিজ্যে জড়িত ছিলেন । শুনেছি তৎকালীন অধ্যক্ষ মো: হান্নান শাহকে বিভিন্ন সময় ব্ল্যাকমেল করতেন । এসব নিয়োগ বাণিজ্য ও অন্যান্য সুবিধা পাওয়ার আশায় স্বৈরাচারী আওয়ামীগের লীগের প্রতিটি জাতীয় নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন । পরবর্তীতে উনি আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ লাভ করেন । উনি এই আওয়ামী লীগ সরকারের আমলে ঘিনা মোহাম্মদ শাহ ওয়াকফ এস্টেট ( ইসি নং ১০৪৬২) এর গত ২৭-১১-২০২১ ইং এ তার সভাপতিত্বে ভুয়া স্বাক্ষর যুক্ত উপস্থিতি,সমর্থক ও প্রস্তাবকের অজ্ঞাতস্বারে এবং রাতের আঁধারে একটি ওয়াকফ কমিটি গঠন করেন । এই গঠিত কমিটি গত ২৬-১২-২০২১ ইং এ ওয়াকফ প্রশাসন বরাবর অনুমোদনের উদ্দেশ্যে দাখিল করেন । পরবর্তীতে তার প্ররোচনায় মোতওয়াল্লী জনাব মাসুদ বিল্যাহের গত ০৬-০১-২০২২ ইং এ কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা
মোহাম্মদ ওয়াজেদ আলী মোঃ আফতাব উদ্দিন ও মোহাম্মদ মজিবর রহমানের স্বাক্ষর জাল করে মোঃ মাসুদ বিল্লাহ এর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উপস্থাপন করেন পরবর্তীতে উনি গোপালগঞ্জের এক দালালের মাধ্যমে জোরপূর্বক ওয়াকফ প্রশাসন লবিং করে এ বিষয়ে এলাকাবাসী ওয়াকিবহাল রয়েছে এবং প্রশাসনগত ১০-১১-২০২২ ইং এ মোহাম্মদ শফিকুল ইসলাম (৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য) এই ভুয়া বানোয়াট এবং অগ্রহণযোগ্য রাত্রে গঠিত কমিটিকে প্রশাসন বেআইনিভাবে অনুমোদন দেন এই বেআইনি কমিটির বিরুদ্ধে জনাব মোঃ মাসুদ বিল্লাহ মহামান্য হাইকোর্টে রিট পিটিশন করেন তারই পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট বিগত ১৩-১২-২০২২ ইং এ বেআইনিভাবে গঠিত কমিটির উপরে ছয় মাসের স্থগিতাদেশ ও সকল বিবাদীগণের উপর রুল জারি করেন। পরবর্তীতে মোঃ মাসুদ বিল্লাহ এই বিষয়ে আইনি পরামর্শ চেয়ে জেলা জিপি মহোদয়ের নিকট একটি আবেদন করেন। আবেদনের ফল শ্রুতিতে জিপি মহোদয় মোঃ মাসুদ বিল্লার কমিটিকে স্টেট এর সমস্ত কাজ দেখাশুনা করার মতামত প্রদর্শন করেন কিন্তু ভন্ড দরবেশ বাবার ইন্ধনে আওয়ামী লীগ প্রশাসনের সহযোগিতায় তাকে বা তার কমিটিকে কোন কাজ করার সুযোগ দেয়া হয়নি। মুহাম্মদ মাসুদ বিল্লাহ এর কমিটি কিছু অমাড়াইকৃত ধান মাড়াই করতে গেলে তারা সেখানে লাঠিসোটা নিয়ে তাদের উপর আক্রমণ করে এবং আওয়ামী লীগের প্রভাব দেখিয়ে মাসুদ বিল্লাহ গং বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়। এই ভন্ড দরবেশ বাবা মোতওয়াল্লি মোঃ মাসুদ বিল্লার গত ২৭-১১.২০২২ এর পূর্বের ইরি বা বোর ধানের চুক্তির টাকা ও অধ্যাবধি ইরি বড় ও চুরিকৃত আমন ধানের অংশ আধিয়ার বর্গের কাছ থেকে উত্তোলন ও আত্মসাৎ করে মুহাম্মদ আব্দুর রহিম ও মোহাম্মদ শফিকুল ইসলাম।
আওয়ামী লীগ প্রশাসন ও থানার ভয় দেখাইয়া বিগত ২০২২ ইং সালের আমন ধান ২০২২ সালের ইরি ও ব্রো এবং আমন ধান পুকুরের মাছ অবৈধভাবে বিক্রি করিয়া আত্মসাৎ করে। এই ব্যাপারে আমি জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তার উপযুক্ত শাস্তি দাবি করছি বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানের অন্তবর্তী সরকারের কাছে এদের যৌথ অপকর্মের জোর শাস্তি ও দুর্নীতি ও চুরি তদন্তের দাবি করছি
আমাদের এলাকার মাটি ও মানুষের নেতা চিরিরবন্দর উপজেলা যুবদলের প্রথম যুগ্ন সাধারন সম্পাদক প্রয়াত মোঃ মাসুম বিল্লাহ মৃত্যুর রহস্যে তাদের সংশ্লিষ্টতার গুঞ্জন শোনা যাচ্ছে এবং তারা এই হত্যাযজ্ঞে তাদের সংশ্লিষ্টতার কথা এলাকার অনেক লোকের কাছে প্রকাশ করেছে। বর্তমানে মোঃ আব্দুর রহিম ও শফিকুল ইসলাম প্রয়াত মাসুম বিল্লার ভাই মোঃ মাসুদ বিল্লাহ ও তার ছেলে রিফাত বিল্লাহ কে হত্যার হুমকি দেয় এবং এলাকাবাসীদের সাথে কথা বলে এ ব্যাপারে সংশ্লিষ্টতার সত্যতার প্রমাণ পাওয়া যায়। আমরা এলাকাবাসী এই ব্যাপারে উপজেলা প্রশাসন ও উপজেলা আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি।এ ব্যাপারে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা না নিলে এলাকাবাসী তীব্র আন্দোলন ঘোষণা করবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ