শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুর প্রতিনিধি ॥
“সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাবিশ্বের ন্যায় দিনাজপুর জেলাতেও যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মান দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে।
১৪ অক্টোবর সোমবার দুপুর ১২টায় দিনাজপুর জেলা প্রশাসন ও বিএসটিআই এর আয়োজনে বিশ্ব মান দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুরের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহাগ চন্দ্র সাহা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মাসুম, দিনাজপুর সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ কাওছার আহমেদ, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম।
মুক্ত আলোচনায় অংশ নেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ বিভাগের প্রফেসর কৃষিবিদ ড. সাইফুল হুদা।
স্বাগত বক্তব্য রাখেন বিএসটিআই দিনাজপুরের উপ-পরিচালক ও অফিস প্রধান মোঃ জহুরুল হক।
উক্ত আলোচনা সভায় দিনাজপুর জেলা বেকারী মালিক সমিতির সভাপতি মোঃ সাইফুল্লাহ, সাধারন সম্পাদক মোঃ শামীম শেখ, দিনাজপুরের বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ, সড়ক পবিহন মালিক গ্রুপের সাবেক সাধারন সম্পাদক নজরুল ইসলাম শেলুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএসটিআই এর পরিদর্শক (মেট্রোলজি) বিশাল দেবনাথ। ধন্যবাদ জ্ঞাপন করেন সহকারী পরিচালক (মেট্রোলজি) মোঃ মাসুদ রানা।
উল্লেখ্য বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীন পণ্যের জাতীয় মান প্রণয়ন ও নিয়ন্ত্রণসহ ওজন ও পরিমাপের সঠিকতা নিশ্চিতকরণে নিয়োজিত একটি জাতীয় প্রতিষ্ঠান।