সুমাইয়া সুলতানা, কয়রা খুলনা প্রতিনিধি: উত্তর বেদকাশি ইয়াং ব্রাদার্স ক্লাব বেদকাশীর অন্যতম সুপ্রসিদ্ধ ক্লাব। ১৯৯০ সালে ক্লাবটি প্রতিষ্ঠিত হয়। বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে বেদকাশীর উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দীর্ঘদিন ক্লাবের কার্যক্রম বন্ধ থাকার পর নতুনভাবে আহবায়ক কমিটি ঘোষণা করেছেন ক্লাবের প্রতিষ্ঠাতা এবং সাবেক সভাপতি সরদার আক্তারুজ্জামান। এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক সাধারন সম্পাদক সরদার জিয়াউর রহমান, কোষাধ্যক্ষ সরদার আবুল বাশার সহ ক্লাবের গুরুত্বপূর্ণ সদস্য ও উপদেষ্টা মন্ডলী। ২০২৪ সালের আহবায়ক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন -গাজী আফজাল হোসেন। সেক্রেটারি -গাজী জহুরুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক – মোশাররফ হোসেন রাতুল। কোষাধ্যক্ষ – মোস্তফা কামাল রাজ। তারুণ্যের জয় হোক” স্লোগানে তারা নতুন ভবাে ক্লাবের কার্যক্রম করে সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবেন বলে আশা ব্যক্ত করেছেন।