শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে দুদকের অভিযানে ধরা পড়েছে গৃহায়ণ কর্তৃপক্ষের উপ সহকারী প্রকৌশলী মোরশেদ আলম। এ সময় তার কাছ থেকে ঘুষের দেড় লাখ টাকা উদ্ধার করা হয়েছে। গত সোমবার তার বিরুদ্ধে মামলা রেকর্ড করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁকে সরাসরি আদালতে তোলা হবে।
গ্রেফতারকৃত প্রকৌশলী মোরশেদ আলম (৪৪) গৃহায়ণ কর্তৃপক্ষের দিনাজপুর কার্যালয়ে উপ সহকারী প্রকৌশলী পদের পাশাপাশি অতিরিক্ত হিসেবে প্রশাসনিক কর্মকর্তার দায়িত্ব পালন করতেন। তিনি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সাধুটী গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, দিনাজপুর উপশহরের ১ নম্বর ব্লকের ৩৯ নম্বর প্লটের রিভাইজস প্লান অনুমোদন, খন্ড জমি বরাদ্দ ও আবাসিক প্লটকে বানিজ্যিক প্লটে অনুমোদন নিতে আবেদন করেছিলেন ডাঃ আফসার আলী মাহমুদ। ওই তিনটি মামলায় দুদকের দিনাজপুরের সমন্বিত কার্যালয়ে তাগিদ দেন মহা পরিচালক। আদেশ পেয়ে গত ২৮ ফেব্রুয়ারি দুইজন সহকারী পরিচালক মোঃ ইসমাইল হোসেন এবং বুলবুল আহমেদ, দুইজন উপ-সহকারী পরিচালক কামরুন্নাহার সরকার এবং সাগর কুমার সাহাকে সঙ্গে নিয়ে টিম গঠন করে অভিযানে নামেন সহকারী পরিচালক নুর আলম বাদল। অভিযানের সময় অভিযুক্ত প্রকৌশলীর ড্রয়ারে চিকিৎসকের কাছে ঘুষ গ্রহণের দেড় লাখ টাকাসহ ভিডিও চিত্র জব্দ করা হয়েছে। মহা পরিচালকের অনুমোদন সাপেক্ষে অভিযুক্ত প্রকৌশলী মোরশেদ আলম কে গতকাল সোমবার গ্রেফতার করেছেন তারা।
দুদকের সহকারী পরিচালক নুর আলম বাদল সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় উপ-সহকারী প্রকৌশলী মোরশেদ আলমের বিরুদ্ধে দন্ড বিধির ১৬১ তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা রেকর্ড করা হয়েছে। আজ মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ