নিজস্ব প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরের দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্যদের অভিযানে খাদ্যবান্ধব কর্মসূচির ২৭ বস্তা চোরাই চাল জব্দ করা হয়েছে। তথ্যটি বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে নিশ্চিত করেছেন সেনাবাহিনীর ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আব্দুল মোত্তালিব।
সাংবাদিকদের জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টিম দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের মুন্সিপাড়া এলাকায় বুধবার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ২৭ বস্তা চোরাই চাল জব্দ করে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইঞ্জিনচালিত নৌকায় থাকা তিনজন লাফ দিয়ে পালিয়ে যাওয়ায় সেখান থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার দুপুরে পৌর সদরের তেরীবাজার খেয়াঘাট এলাকায় ওই জব্দকৃত চাল ও ইঞ্জিনচালিত নৌকাটি দুর্গাপুর থানার উপ-পরিদর্শক মো. শাহজাহান মিয়ার কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।