সিলেট অফিস::
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেছেন, ভৌগোলিক কারণে সিলেট একটি দুর্যোগপূর্ণ এলাকা। দুর্যোগের বিষয় মাথায় রেখেই এখানে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাহসের সাথে দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ এখন রোলমডেল।
বুধবার সিলেটের কোম্পানীগঞ্জে বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে প্রতিমন্ত্রী একথা বলেন। এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী তাঁর পাশে ছিলেন।
সিলেটের কোম্পানীগঞ্জ, সিলেট সিটি কর্পোরেশন এলাকার কিশোরী মোহন (বালক) উচ্চ বিদ্যালয়, বিশ্বনাথের লামাকাজী, ওসমানীনগরের সাদিপুরে ত্রাণ বিতরণ ও বন্যাকবলিত এলাকা পরিদর্শনকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি, সিটি করর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী (এনডিসি), জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দীন খানসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ এবং প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
শুধু ঝড় বা বন্যা নয় দেশ এখন সবধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সক্ষম উল্লেখ করে ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেন, শেখ হাসিনা শুধু বাংলাদেশে নয় দুর্যোগ মোকাবিলায় নেপাল ও তুরস্কের পাশেও দাঁড়িয়েছেন। সিলেটের বন্যা পরিস্থিতি সরেজমিন পরিদর্শন করে প্রধানমন্ত্রীর কাছে বিস্তারিত রিপোর্ট করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সিলেটের বন্যা পরিস্থিতিও কাটিয়ে উঠার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পরিদর্শনকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান সিলেটবাসীর জন্য নগদ সহায়তা, চাল ও শুকনো খাবার সহায়তা প্রদানের ঘোষণা করেন। আশ্রয় কেন্দ্রগুলোতে শুকনো খাবারের পাশাপাশি রান্না করা খাবার বিতরণ করার নির্দেশ প্রদান করেন। পানি না কমা পর্যন্ত প্রধানমন্ত্রী ত্রাণ সহায়তা অব্যাহত রাখবেন বলে বন্যায় ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করেন তিনি। বিজ্ঞপ্তি
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ