গল্পের গরু গাছে ওঠে
যেমন ডুমুরের ফুল,
সঠিক কথা বলে আমি
করিলাম ভুল।
এমন এমন শুনবে কথা
যার পাবেনা কোন মূল,
দুষ্টু লোক এমনি ভাই
চলছে মেরে গুল।
জানতে চাইলে যৌতিকতা
মারবে তোমায় হুল,
এদের সাথে কখনো তাই
খেওনা তুমি ঠুল।
ভাবছো তুমি এদের নিয়ে
ফোটাবে আশারফুল,
এসব নিয়ে ভাবতে গেলে
ঝরবে মাথার চুল।
এদের সংখ্যা কখনো ভাই
হবেনা নির্মূল,
এদের সঙ্গে চললে পরে
হারাবে জাত কুল।