হাসান আলী
জামালপুর প্রতিনিধি:
শহীদ আবরার ফাহাদ এর স্মরণে জাতীয়তাবাদী ছাত্রদল দেওয়ানগঞ্জ সরকারি এ,কে,এম কলেজ শাখার নেতৃবৃন্দ মৌন মিছিল ও স্মরণ সভার আয়োজন করেছে ৭ই অক্টোবর সোমবার সকালে।
মৌন মিছিলটি কলেজ প্রাঙ্গণ পদক্ষিণ করে।
এরপর স্মরণ সভা হয়, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব মো. রবিউল ইসলাম। সঞ্চালনায় ছিলেন সরকারি এ,কে,এম কলেজ ছাত্রদলের সদস্য সচিব সিয়ামুল হক রতন।সভাপতিত্ব করেন সরকারি এ,কে,এম কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম রফিক।
বক্তব্যে নেতারা বলেন,
রাষ্ট্র ব্যবস্থার ফ্যাসিবাদী আচরণের অংশ হিসেবে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এক প্রকার জিম্মি হয়ে পড়েছিল। স্বৈরাচারী সরকারের মদদপুষ্ট ছাত্রলীগের কাছে। যেখানে ছাত্ররাজনীতির নামে প্রতিপক্ষকে হত্যা, নির্যাতন, নিপীড়ন ছিল নিত্যনৈমত্তিক ব্যাপার। দেশের শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) তার ব্যতিক্রম ছিল না। ছাত্রলীগের অপরাজনীতির বলি হতে হয় বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে। যা ছিল ছাত্রলীগের বিগত ১৫ বছরে ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থী নিপীড়নের একটি উদাহরণ মাত্র। বিগত ৫ আগস্ট দেশের আপামর ছাত্রজনতা ধর্ম, বর্ণ ও রাজনৈতিক মতপার্থক্য ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে। যার কারণে দেশে অভূতপূর্ব একটি ছাত্র-নাগরিক অভ্যুত্থানের সূচনা হয় এবং স্বৈরাচারী হাসিনা সরকারের পতন হয়। এর মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে একটি নতুন দিগন্তের সূচনা হয়।
ভবিষ্যতে এরকম ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলেও আশ্বাস দেন নেতারা।