মোঃওয়াহেদুল করিম,পঞ্চগড় প্রতিনিধি।
পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ দুই উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।গত মঙ্গলবার ২১শে মে সকাল ৮ টায় ভোট শুরু হয়ে বিকাল ৪ টায় শেষ হয়।
এই নির্বাচনে দুই উপজেলাতেই বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ নেতা।তবে দেবীগঞ্জে এসেছে নতুন মুখ,বোদায় পরিবর্তন নেই।
বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে বিজয়ী হলেন ঘোড়া প্রতিক প্রার্থী মোঃ ফারুক আলম টবি,প্রাপ্ত ভোট ২৮০২৬টি।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতিক প্রার্থী এ্যাডভোকেট হাবিব আল আমিন ফেরদৌস,প্রাপ্ত ভোট ২৩১০৮ টি।দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিজয়ী হলেন হেলিকপ্টার প্রতীক প্রার্থী মদন মোহন রায়,প্রাপ্ত ভোট ৩৪৩৭৪ টি।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস মার্কার প্রার্থী হাসনাৎ জামান চৌধুরী জর্জ ,প্রাপ্ত ভোট ২৯৩৩২টি।
ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন বোদা উপজেলার নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃশাহরিয়ার নজির,দেবিগঞ্জ উপজেলার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল আলম।