স্টাফ রিপোর্টার:
গত মঙ্গলবার( ১ফেব্রুয়ারি ২০২৪) দেবিদ্বারে সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর সমর্থক সন্ত্রাসীরা
উপজেলার স্বেচ্ছাসেবক লীগের মহিলা আয়শা আক্তার মুক্তাকে নৌকার পক্ষে কাজ করার সুবাদে মারধর করে রক্তাক্ত করেছেন। আয়শা আক্তার মুক্তা অত্র উপজেলার পরাজিত নৌকার প্রার্থী রাজী মোঃ ফখরুলের পক্ষে কাজ করার সুবাদে মঙ্গলবার বিকালে উপজেলা গেটের সামনে স্বতন্ত্র ঈগল প্রতীকের সমর্থক সন্ত্রাসীরা এই হামলা চালায়। ক্ষতিগ্রস্ত নির্যাতিত আয়েশার সাথে কথা বলে জানা যায় যে, সে বাসা থেকে উপজেলা যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন, এমন সময় উপজেলার ভিতর অবস্থানরত স্বতন্ত্র এমপির প্রোগ্রাম থেকে এসে এই হামলা চালায়। তখন রাস্তার উপরে আশেপাশে লোকজন এসে আমাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন, এখানে প্রাথমিক চিকিৎসার পর কুমিল্লা মেডিকেলে হসপিটালে প্রেরণ করা হয়।তিনি জানান, নির্বাচনের পর থেকেই বিভিন্নভাবে ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছিলো।
নির্যাতিত পরিবার দেবিদ্বার থানায় অবগত করেন ওসি( নয়ন মিয়া)
তিনি মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলেন।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী আমরা নৌকাকে ভালবাসি, আমরা নৌকার পরিবারের লোক, আজকে নৌকার পক্ষে কাজ করায় কুমিল্লার দেবিদ্বারের প্রতিটি ইউনিয়নের মানুষ লাঞ্ছিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। তাদের হাত থেকে আমার মত নারীও রেহাই পাচ্ছেনা। আমি এর বিচার চাই।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ