স্টাফ রিপোর্টার:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ৫ নং সুন্দর দীঘি ইউনিয়নে মহান বিজয় দিবস পালিত হয়েছে। উক্ত মহান বিজয় দিবস পালনকালে ৫ নং সুন্দর দীঘি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু সন্তোষ কুমার রায় সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শাহীন বলেন। আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। বাংলাদেশিদের জন্য এক গৌরব উজ্জ্বল দিন। ধীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামক দেশটির স্থান পেয়েছে। সেই হিসেবে বাংলাদেশের জন্মদিন ১৬ ই ডিসেম্বর। তার মানে বাংলাদেশের বয়স আজকে ৫২ বছর পূর্ণ হল।
১৯৭১ সালের ২৬ শে মার্চ তারিখে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর থেকে শুরু হওয়া বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমাপ্তি ঘটে একই বছরের ১৬ই ডিসেম্বর তারিখে। এই দিনে রাজধানী তৎকালীন রেসকোর্স ময়দানে (সোহরাওয়ার্দী উদ্যান) পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে।
দীর্ঘ এই নয় মাসে বাংলাদেশের ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছে। সম্ভ্রম হারিয়েছেন অনেক মা বোন। পঙ্গুত্ববরণ করেছে অনেক মুক্তিযোদ্ধা।
বাংলাদেশের জন্মের এই ৫২ বছরে অর্থাৎ বিজয়ের ৫২ বছর পূর্তিতে বাংলাদেশের সকল শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধাঞ্জলি। ৫ নং সুন্দর দীঘির ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মহেশ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম বলেন পঙ্গুত্ববরণকারী সকল মুক্তিযোদ্ধাদের জন্য বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং। সম্ভ্রম হারানো মা-বোনদের জন্য রইল বিনম্র শ্রদ্ধা। স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া সকল মুক্তিযোদ্ধাদের জন্য রইল বিনম্র শ্রদ্ধা ও অকৃত্রিম ভালবাসা। ওনাদের এই আত্মত্যাগের কারণে আজ আমরা স্বাধীন একটি দেশ পেয়েছি।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ