আবু বকার সিদ্দিক হিরা খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান: একদিকে সরকার নির্বাচন নিয়ে তফসিল ঘোষণার পর থেকে দলীয় কর্মীদের নমিনেশন দেয়ার ক্ষেত্রে জল্পনা কল্পনায় দলের যোগ্য ব্যক্তিদের মনোনীত করার জন্য ব্যস্ত সময় পার করছে সরকারদলীয় নীতি নির্ধারকরা। আর অন্যদিকে খুলনার জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রাকিব মল্লিক ও ডুমুরিয়া উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোল্লা মোহাম্মদ মাহবুবকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে সরকারের পুলিশ বাহিনীরা। পাশাপাশি বিএনপি’র নেতাকর্মীদের গ্রেপ্তার করার জন্য বাড়িতে বাড়িতে তল্লাশি চালিয়ে তৃণমূল পর্যায় থেকে সকল শ্রেণীর নেতাকর্মীদের আটক করা হচ্ছে শুধু তাই না। নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে অভিযানে তাদের না পেলেও বাড়িতে থাকা বয়বৃদ্ধ ও নারীদের সাথে অসভনমূলক আচরণ করছে পুলিশ বাহিনীরা। তাই একের পর এক নেতাকর্মীদের আটক করার কারণে গ্রেফতারী আতঙ্কে আন্দোলন করতে পারছে না খুলনায় বিএনপি নেতারা। তা সত্যও যে কোনো মূল্যে নির্বাচন ঠেকানোর প্রতিশ্রুতি নিয়ে মাথায় কাফনের কাপড় বেঁধে মাঠে নেমে নগরীর প্রধান প্রধান এলাকায় বিশাল শোডাউন করেছে খুলনার বিএনপি সহ ১২ দলীয় জোটের নেতা কর্মীরা। দলীয় নেতাকর্মীদের আটক ও বাড়িতে গিয়ে পারিবারিক সদস্যদের সাথে অসভনমূলক আচরণ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা বিএনপির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ আবু হোসেন বাবু ও সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পি প্রমুখ।