আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ উপজেলা প্রতিনিধি।
জকিগঞ্জ বাজারের এম এ হক চত্বরে গতকাল বিকাল ৪ ঘটিকার সময় কাপ-পিরিচ মার্কার প্রতিনিধি মাওলানা বিলাল আহমদ ইমরানের নির্বাচনী শেষ জনসভা অনুষ্ঠিত হয়।
জকিগঞ্জের বিশিষ্ট আলেম ও শায়খুল হাদীস মোছাব্বির হোসেন আয়ুরী সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, কাপ-পিরিচ মার্কার প্রতিনিধি মাওলানা বিলাল আহমদ ইমরান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি নির্বাচিত হলে আমার অফিস হবে আপনাদের অফিস,আমি হবো আপনাদের খাদিম,আমি আপনাদের ঋণ কখনো শুধ করতে পারবো না, আমি শুধু নামাজ পড়ে আপনাদের জন্য দু’হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে পারবো,আমি আপনাদের কোন টাকা খিয়ানত করবোনা, আমার মাধ্যমে জকিগন্জের কোন বদনাম হবে না,আমার সিলেটে আলাদা কোন বাসা নাই,আমি জকিগঞ্জে জম্ম গ্রহণ করেছি,জকিগঞ্জেই থাকবো,জকিগঞ্জের মাঠিতেই মরতে চাই।
মাওলানা রায়হান আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৯ন্য মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ রায়হান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,৬নং সুলতানপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিক আহমদ,আওয়ামীলীগ নেতা ফারুক আহমেদ, আওয়ামীলীগ নেতা আব্দুস সালাম, খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সম্মানিত মাওলানা আব্দুল মুসাব্বির, উপজেলা সভাপতি মাওলানা আব্দুস সালাম,মাওলানা জয়নুল ইসলামসহ জকিগঞ্জের বিভিন্ন দলের নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ।
কাপ-পিরিচের শেষ জনসভায় সর্বস্থরের মানুষের উপস্থিতি লক্ষ করা যায়।