বিকাল বার্তা প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানাধিন মান্নারগাঁও ইউনিয়নের মান্নারগাঁওয়ে পূর্ব বিরোধের জের ধরে বাড়িতে এসে হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে হামলার শিকার ক্ষতিগ্রস্ত মান্নারগাঁও গ্রাম নিবাসী মৃত মজর আলীর ছেলে মিরাস আলী দোয়ারাবাজার থানাধিন আজমপুর গ্রামের ফরহাদ আলম এর ছেলে কমল (৩৫) ও তুজ্জ (৩৪) সহ অজ্ঞাতনামা ৫/ ৬জন কে বিবাদী করে পুলিশ সুপার, সুনামগঞ্জ বরাবরে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদী কমল ও তুজ্জ বাদী মিরাস আলীর ভাগ্না। মামলা-মোকাদ্দমা সংক্রান্ত বিষয়ের মনোমালিন্য এর জের ধরে বিবাদী গং গত ৩১/০৩/২০২৫ইং তারিখে রাত অনুমান ১০টার দিকে বিবাদীদ্বয় বাদীর বাড়িতে এসে বাদির ঘরে লাগানো কলিং বেল টিপলে বাদী দদরজা খুলে দেয়। ঘরের দরজা খুলে দেয়া মাত্র বিবাদী গংরা বাদীর বসত গৃহে অনধিকার প্রবেশ করে মিরাস আলীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। বাদীর ঘরে লাগানো সিসি ক্যামেরার বিদ্যুৎ সংযোগ লাইন বন্ধ করে এবং ঘরে ও বাহিরে লাগানো ৫টি সিসি ক্যামেরা, ১টি রাউটার, মনিটর ডিভি, কলিং বেল ইত্যাদি সর্বমোট মূল্য অনুমান ৫০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় বাদী মিরাস আলী বাধা নিষেধ করলে বিবাদী গং বাদীর ওপর এলোপাতারি কিল-ঘুসি সহ মারপিট করে এবং বাদীকে তুলে নেয়ার চেষ্টা করে। তুলে নিতে ব্যর্থ হয়ে বিবাদী গংরা বাদীকে শাসিয়ে যায় যে, এ বিষয়ে মামলা মোকদ্দা করলে বাদীকে সুযোগ মতো পেলে খুন করবে মর্মে ভয় ভীতি ও হুমকী দিযে যায়। ঘটনার কিছু অংশ ভিডিও ফুটেজে আছে। সরেজমিনে তদন্ত করলে ঘটনার সত্যতা প্রমাণিত হবে।
বাদী মিরাজ আলী বিষয়টি সুষ্ঠু তদন্ত করে বিবাদী গংদের বিরুদ্ধে আইানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক এর সাথে যোগাযোগ করলে তিনি অভিযোগ দায়েরর সত্যতা স্বীকার করে বিষয়টি তদন্তাধিন রয়েছে বলে জানান।