মোঃ আবু তালেব নবীগঞ্জ স্টাফরিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার জন বহুল এলাকা ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় ইউপি বিট পুলিশিং এর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাসুক আলীর সভাপতিত্বে ও নবীগঞ্জ থানার এস আই জাহাঙ্গীর আলমের পরিচালনায় উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) রেঞ্জ ডি আই জি'র কার্যালয় সিলেট মোঃ জেদান আল মুসা৷ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, হবিগঞ্জ বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল খায়ের, নবীগঞ্জ থানার ওসি (অপারেশন) দিলীপ কান্ত নাথ,আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: দিলাওর হোসেন, আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক লুৎফর রহমান। এতে বক্তব্য রাখেন, শিক্ষানুরাগী ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী সুহুল আমিন, উক্ত কলেজের ইংরেজী প্রভাষক ফাতেমা মোতালেব তালুকদার, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ আহমদ আজাদ, সাংবাদিক এম মুজিবুর রহমান, আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়িক সমিতির সভাপতি নুরুল হক, আউশকান্দি সিএনজি অটোরিকশা শ্রমিক সমিতির সভাপতি দিলশাদ মিয়া,আউশকান্দি ইয়াকুবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক, ইউপি সদস্য সহ আরো অনেকেই। এসময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জের সিনিয়র সাংবাদিক মোঃ ছাদিকুল ইসলাম, বুলবুল আহমেদ, বদরুল ইসলাম, ইউপি সদস্য সিজিল ইসলাম সেজলু, সাইদুর রহমান, মো: সাহেল মিয়া,ইকবাল হোসেন,ছয়ফর মিয়া, আমিনুল ইসলাম নোমান, নোমান সরকার, আব্দুর রকিব, আব্দুল জব্বার, ফুল মিয়া, আউশকান্দি বাজার হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো: রুহেল মিয়া, সেকেল মিয়া সহ আরো বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি সিলেট পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ডি আই জি মোঃ জেদান আল মুসা তার বক্তব্যে বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা নাশকতা কেউ ঘটাতে না পারে, সেদিকে সবাই সর্তক থাকতে হবে। এমনকি ভোট কেন্দ্রে শান্তি পূর্ণ ভাবে ভোটাররা তাদের ভোট দিতে পারেন সেদিকেও খেযাল রাখতে হবে৷ তিনি আরো বলেন,বিট পুলিশিং সেবার মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছেন, দেশের প্রতিটি থানায় বিট পুলিশিং সেবা কার্যক্রম চালু করার মধ্য দিয়ে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। এ সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে যাওয়ায় প্রতিটি ইউনিয়নে সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন।
পাশাপাশি থানায় এসে সাধারণ মানুষ সেবা পাচ্ছেন কিনা সে বিষয়েও আমরা নিয়মিত মনিটরিং করে যাচ্ছি।
আপনাদের সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, তা সব সময় খোঁজ খবর রাখতে হবে। শুধু স্কুল, কলেজ বা মাদ্রাসায় পাঠালেই হবে না। তারা সঠিক ভাবে শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে কি না তারও খোঁজ খবর রাখতে হবে। সমাজে শান্তি শৃঙ্খলা বজায রাখতে হলে একা সম্ভব নয়, সবাই মিলে সন্ত্রাস, মাদক ও রাষ্ট্র বিরোধী কাজে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। এতে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন৷
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ