কে এম আবুল কাশেম
চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান।
যেখানে শিক্ষা গ্রহণ করে ধন্য হবে তাদের প্রিয় বংশধর কোরআন, হাদিস, বাংলা,ইংরেজি সহ সামগ্রিক বিষয়ে শিক্ষিত হয়ে দ্বীনি শিক্ষার প্রসার-প্রসারে ব্রতি হবে তারা, শিক্ষার আলো ছড়িয়ে দিবে দিক দিগন্তে, দেশ -দেশান্তরে
যেই ভাবা-সেই কাজ, মাওলানা আবু আহমদের নেতৃত্বে এলাকার ধর্মপ্রাণ মানুষের সহযোগিতায় ২০০০ সালে নতুন বাতিঘর সংলগ্ন এলাকায় একটি মনোরম স্থানে খাড়া করলেন সায়্যিদিনা হাকীম বিন মুআ’বিয়াহ(রা:) নামে একটি নূরানী মাদ্রাসা,হাটি-হাটি, পা-পা করে শুভযাত্রা
পরবর্তীতে এলাকার সর্বস্তরের জনতার সিদ্ধান্ত ক্রমে ২০১৫ সালে মাদ্রাসা পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন জনাব আব্দুল মুবিন
তার বলিষ্ঠ নেতৃত্বে ও অক্লান্ত প্রচেষ্টায় যুক্ত হলো এক নতুন মাত্রা,মাদ্রাসাটি উত্তরোত্তর বড় হতে থাকল পর্যায়ক্রমে তৃতীয় থেকে পঞ্চম, পঞ্চম থেকে অষ্টম, অষ্টম থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদানের অনুমতি পায় ২০১৫ সাল থেকেই কক্সবাজার জেলায় বারবার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করে আসতেছে। ২০২৩ সালে দাখিল পরীক্ষায় মোট ১১ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে, তন্মধ্যে তিন জন A+ সহ কুতুবদিয়ায় একমাত্র গোল্ডেন A+ এবং ট্যালেন্টপুল বৃত্তি লাভ করে।
বর্তমানে মাদ্রাসায় ও হেফজখানায় মোট ছাত্রছাত্রীর সংখ্যা প্রায়
৪০০ জন,শিক্ষক শিক্ষিকার সংখ্যা ১৭ জন, উচ্চতর ডিগ্রী সম্পন্ন বিষয় ভিত্তিক পারদর্শী শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান অব্যাহত আছে