নুরুল কবির স্টাফ রিপোর্টার
বান্দরবানের রোয়াংছড়িতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে বুধবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে। আইনশৃংখলা বাহিনী ও স্থানীয়রা জানায়, রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ব্যংছড়ি পাড়ায় বারো বছরের এক পাহাড়ি কিশোরীকে বাড়ির পাশ্ববর্তী ব্যক্তি ধর্ষণ করে। ভয়ভীতি দেখিয়ে দীর্ঘ তিন মাস ধরে বিভিন্ন সময়ে কিশোরীকে ধর্ষণ করে আসছিল আওয়ামী লীগের এ নেতা।
বুধবার ধর্ষণের সময় স্থানীয়রা টের পেয়ে ধর্ষককে ধরে পুলিশের কাছে সোপর্দ করে। ধর্ষণের অভিযোগে গ্রেফতার চসই প্রু মারমা ৪৫ রোয়াংছড়ি সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। এছাড়াও ব্যংছড়ি পাড়ায় মুদি দোকানের ব্যবসা করেন।
এ ঘটনায় বাদী হয়ে রোয়াংছড়ি থানায় ধর্ষণ মামলা করেছে ধর্ষিতার বড়ভাই নুমংসিং মারমা। মামলার বাদী নুমংসিং মারমা অভিযোগ করে বলেন, আমার কিশোরী বোন ব্যংছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। আমার বাবা মারা গেছে এবং মা মানসিকভাবে সম্পূর্ণরূপে ভারসাম্যহীন। এই সুযোগ নিয়ে পাশ্ববর্তী চসই প্রু মারমা আমার বোনকে বিভিন্ন সময়ে ধর্ষণ করেছে। ধর্ষণকারীর শাস্তির দাবি জানাচ্ছি। রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি চহ্লা মং মারমা বলেন, ধর্ষণের বিষয়টি শুনেছি। সে দোষি প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে। ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আবুল কালাম জানান, ভিকটিমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের বিষয়টি জেনেছি। তবে প্রয়োজনীয় স্বাস্থ্য পরিক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। ভিকটিমের বড় ভাই বাদি হয়ে দায়ের করা মামলায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ