মোঃ মামুন আলী ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রয়েড়া গ্রামে ৫ বছরের শিশু ধর্ষণ মামলায় তরিকুল জোয়ার্দ্দার নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা,অনাদায়ে আরও চার মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৬ মার্চ) সকাল ১১টার দিকে ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এ দণ্ড দেন।
কারাদণ্ডপ্রাপ্ত তরিকুল ওই উপজেলার ক্ষুদ্র রয়েড়া গ্রামের মৃত মেনদায় জোয়ার্দ্দারের ছেলে।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী বজলুর রহমান জানান,২০২১ সালের ৭ ফেব্রুয়ারি শৈলকুপা উপজেলার বাহির রয়েড়া গ্রামে পাঁচ বছরের একটি শিশুকে ধর্ষণ করেন তরিকুল জোয়ার্দ্দার। শিশুটি এ বিষয়ে নিজ পরিবারকে জানায়।
পরদিন শিশুটির চাচা বাদী হয়ে তরিকুলকে আসামি করে শৈলকুপা থানায় একটি মামলা ধর্ষণ মামলা দায়ের করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার এ রায় দেন আদালত।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ