স্টাফ রিপোর্টারঃ
মোঃ গোলাম মোরশেদ:
পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ানের মোলান রশিদপুর গ্রাম হতে ২০০ মিটার দূরে রাস্তার পাশে ধানক্ষেতে হাত-পা বাঁধা ও ফাঁস দেওয়া অবস্থায় আরাফাত (২১) নামে এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১০ নভেম্বর) সকালে মোলান রশিদপুর ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার ও হাকিমপুর থানা পুলিশ। নিহত আরাফাত হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের বাওনা গ্রামের মিনহাজুলের ছেলে।
পারিবারিক সুত্রে জানা গেছে, আরাফাত প্রতিদিনের ন্যায় গত শনিবার সকালে ব্যাটারী চালিত অটো ভ্যান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাতে বাড়ি ফিরে না আসায় সকল জায়গায় খোঁজ খবর শুরু করেন পরিবারের লোকজন।
স্থানীয়রা জানান, সকালের দিকে মোহাম্মদপুর ইউনিয়নের মোলান রশিদপুর গ্রামের কয়েকজন কৃষক মাঠে কাজ করতে যাচ্ছিলেন। তখন ধানক্ষেতে দড়ি দিয়ে হাত বাঁধা ও ফাঁস দেওয়া একটি লাশ দেখতে পেয়ে চিৎকার করেন। তখন কৃষকদের চিৎকারে ফসলের মাঠে কাজ করা অন্য কৃষকরাও ছুটে আসেন। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি,পরিবারক ও পুলিশকে জানান। পরিবারের লোকজন লাশটি আরাফাত বলে শনাক্ত করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশের ধারনা, দুর্বৃত্তরা ভ্যান ছিনতাই করতেই তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ