মাহাবুবুর রহমান।
কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি।
ঝিনাইদহ কালীগঞ্জে মাঠে মাঠে সোনালী ফসল ধান কাটায় ব্যস্ত কৃষকেরা।
ঝিনাইদহ কালীগঞ্জে মাঠে মাঠে কৃষকের ধান কাটা জমিতে ধান কুড়ানোর আনন্দে মেতেছে গ্রামীণ শিশুরা।
চাষির কেটে নেওয়া ধানের গাছ থেকে ঝরে পড়া শীষ দেখেই কচি পায়ের দৌড়।
কুড়িয়ে নিচ্ছে শিশুর দল। এ নিয়ে হচ্ছে প্রতিযোগিতাও। তাদের মধ্যে কেউ কেউ ইঁদুরের গর্ত থেকেও ধান সংগ্রহ করছে। জড়ো করছে বাড়িতে।
বাবার সঙ্গে বাজারে যাবে এক দিন।
বেচবে?
সেই টাকা দিয়ে হবে নতুন জামা,কাপড়, ক্রিকেট ব্যাট কিংবা ফুটবল।
হবে পিকনিক।
মায়াময় এই দৃশ্য দেখে স্মৃতিকাতর হয়ে পড়ছেন বড়োরা।
এই আনন্দে বাধা দিচ্ছেন না বাবা-মা।
মাঠে মাঠে চাষিদের ধান কাটার উৎসবে শিশুরা যোগ দেওয়ায় তারাও খুশি। এই সংস্কৃতি অনেক পুরনো। এখানে ধানের পরিমাণ মুখ্য নয়, আনন্দটাই বড়।
কালীগঞ্জ উপজেলার মাঠ জুড়েই ধানের খেত দেখা যায়। পাশের কয়েকটি গ্রাম থেকে শিশুরা এসেছে ধান কুড়াতে। চাষিরা ঘাড়ে করে ধানের বোঝা নিয়ে যাচ্ছেন বাড়ি।
এখানে ধানের পরিমাণ ব্যাপার নয়। আনন্দটাই অন্যরকম। ধান কুড়ানোর অনেক স্মৃতি আছে। শিশুদের দেখে এসব স্মৃতি মনে পড়ে যাচ্ছে।
মাঠের মধ্য দিয়ে স্কুলে যাওয়া শাহাপুর মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, ধান কুড়ানোর অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। এ এলাকার মানুষের জীবনেই ধান কুড়ানোর স্মৃতি মেখে আছে। ছুটির দিনে আমরাও ধান কুড়ানোয় ব্যস্ত হয়ে যায়। এতে মনে অন্যরকম সুখ অনুভব করি।
সত্যিই শিশুদের ধান কুড়ানোর আনন্দ তাদের মনোজাগতিক বিকাশে সহায়ক।
এ সময়ে গ্রামীণ শিশুরা এসব আনন্দে মেতে আছে।
তারা প্রকৃতির সঙ্গ পাচ্ছে। এ আনন্দ তাদের দৈহিক গঠনেও এই আনন্দ বিরাট ভূমিকা রাখে। এখন মাঠে মাঠে দেখা যাচ্ছে ধান কুড়ানো শিশুদের। তবে স্কুল ছুটির দিনে বেশীই চোখে পড়ে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ