নিজস্ব প্রতিবেদন:
দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজ হওয়ার তিনদিন পর ধান ক্ষেতে
মুহিবুল্লা (২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।
রবিবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ছয়ঘটি গ্রামের পার্শ্ববর্তী একটি ধান ক্ষেতের ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
মহিবুল্লা ওই এলাকার সাদিকুল ইসলামের ছেলে। স্থানীয় লোকজন ও পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তহিদুল ইসলাম জানান,শিশু মহিবুল্লাহ গত তিনদিন ধরে নিখোঁজ হয়। রবিবার সকালে স্থানীয়রা শিশুটির মৃতদেহ ধান ক্ষেতের পাশে একটি ডোবার মধ্যে পড়ে থাকতে দেখতে পেয়ে পাশের বাড়ির লোকজনকে খবর দেন। সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। শত শত নারী-পুরুষ উৎসুক জনতা ঘটনাস্থলে ভীড় জমায়। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল গফুর জানান, বিষয়টি জানার পর খোঁজখবর নেওয়ার জন্য থানার এ এস আই রাজিউর রহমানকে পাঠানো হয়েছে। আমরা রহস্য উদঘাটনের চেষ্টা করবো।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ