আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে আত্রাই নদীর রাঙ্গামাটি ঘাটে সরকার নির্ধারিত রেটের তোয়াক্কা না করে অতিরিক্ত টোল আদায় করছে ইজারাদার। ্এতে করে পারাপারের যাত্রীরা চরম হয়রানির শিকার হচ্ছে। রশিদ ছাড়াই ইচ্ছেমত অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ এলাকাবাসীর। ইজারাদারের আদায়কারি দারকাদিঘী গ্রামের ইউনুছ আলীর ছেলে আব্দুল হান্নান দীর্ঘদিন ধরে অতিরিক্ত টোল আদায় করে যাচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ। আদায়কৃত টাকার রশিদ চাইলে যাত্রীর উপর ক্ষিপ্ত হয়ে উচ্চ-বাচ্য করে থাকেন দাম্ভিক আদায়কারী।
১৯ মার্চ দুপুর ১টায় ধামইরহাট উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক এম.এ মালেক তার ব্যবহৃত মোটর সাইকেল যোগে নদী পার হওয়ার সময় আদায়কারী আব্দুল হান্নান ৩০ টাকা দাবি করলে টাকা পরিশোধ করে টোল পরিশোধের রশিদ চাইলে আদায়কারী আব্দুল হান্নান ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং হুমকির কন্ঠে বলেন ‘বাড়ি থেকে রশিদ এনে দেয়া হবে।’ এক পর্যায়ে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়েন। এ সময় ভিডিও করলে হান্নান বলেন ‘ভিডিও করে কিছুই করতে পারবেন না, টোল আদায়ের রশিদ দেয়ার কোন নিয়ম নাই।’ আদায়কারী রাগান্বিত হয়ে আরও বলেন, ‘ভিডিও করে কি হবে? কি করবেন? এটা কোন রুলস নেই আমরা সঠিক আছি, এভাবে টোল আদায় করে যাব কিছু করার থাকলে করেন।’
এ সময় পারাপারের জন্য আরও মানুষ উপস্থিত হলে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদ করেন এবং ইজারাদার ও তার দোসরদের শাস্তি দাবি করেন। একজন ভূক্তভোগী বলেন, ‘পার্শ্ববর্তী ডাঙ্গাপাড়া ঘাটে পারাপারে আদায়কারি নেয় ১৫ টাকা অথচ রাঙ্গামাটি ঘাটে অন্যায়ভাবে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে, এটি আমজনতার উপর জুলুম।’ আর আমজনতার প্রতিবাদের কোন সংগঠন নেই বলে আমজনতাই সব সময় জুলুমের শিকার হয়।
সরকারি বিধি মোতাবেক ইজারাদার নিজ দায়িত্বে টোল আদায়ের সরকার নির্ধারিত তালিকা আদায়ের স্থানে টাঙ্গিয়ে দেবেন এবং তালিকা অনুযায়ী টোল আদায় পূর্বক পরিশোধের রশিদ প্রদান করবেন। কিন্তু এসব বিধি বিধানের তোয়াক্কা না করে ইচ্ছেমত চলছে টোল আদায়। দেখার কেউ নেই। ধামইরহাট উপজেলা প্রশাসনের অতিরিক্ত দায়িত্ব থাকা সাপাহার উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদকে বিষয়টি অবহিত করলে তিনি অনিয়মের বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ