মোঃ ইয়া কাহারুল ইসলাম নয়ন
বিভাগীয় ব্যুরো প্রধান, রাজশাহী :
আজ ৮ অগ্রহায়ণ, ১৪৩১ মোতাবেক ইংরেজী ২৩ নভেম্বর, ২০২৪ শনিবার বিকেলে নওগাঁ মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে "বাংলাদেশ লোকসংস্কৃতি ফোরাম"- নওগাঁ জেলা শাখার উদ্যোগে উদযাপন করা হলো নবান্ন উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগঠনের সভাপতি সুবল চন্দ্র মন্ডল এর সূচনা বক্তব্যে মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানে আলোচনা, নৃত্যানুষ্ঠান, সংগীতানুষ্ঠান ও আবৃত্তি পরিবেশন করা হয়।
সংগঠনের সহ-সভাপতি পুতুল রানী ব্যানার্জীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য যথাক্রমে- প্রফেসর শরিফুল ইসলাম খান, জনাব মোঃ কায়েস উদ্দিন, মোঃ খাদেমুল ইসলাম, মোঃ মোসাদ্দেক হোসেন, অ্যাড. ডি.এম আব্দুল বারী, এ,বি,এম রফিকুল ইসলাম, চন্দন কুমার দেব, মনোয়ার হোসেন লিটন, মাগফুরুল হাসান বিদ্যুৎ, উত্তম সরকার, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ প্রমুখ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে " সংগীত নিকেতন নওগাঁ" এর শিক্ষার্থীরা, নৃত্য পরিবেশন করে "নৃত্য রং একাডেমি নওগাঁ" এর শিক্ষর্থীরা। তাছাড়া নয়ন কুমার দাস একটি কবিতা আবৃত্তি করে শুনান।
অনুষ্ঠানটি বিকেল ৪:০০টায় শুরু হয়ে সন্ধ্যা ৭:০০ টা পর্যন্ত চলে। পরিশেষে নওগাঁর বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নওগাঁ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ লোকসংস্কৃতি ফোরাম নওগাঁ জেলা শাখার সম্মানিত উপদেষ্টা জনাব মোঃ কায়েস উদ্দিন অত্র ফোরামের ৪৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির নাম এবং ২১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের সদস্যদের নাম ঘোষণা করেন।
সভায় বক্তারা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য, ইতিহাস ও কৃষ্টি কালচার নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ