মিজানুর রহমান
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি :
দালালের খপ্পরে পড়ে সপ্ন পূরনের আশায় বিদেশে গিয়ে
কাজ না দেওয়ায় অনেকেই ফিরছে দেশে আবার অনেকেই রয়েছে জিম্মি হয়ে বিদেশে
ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের
গজগাহ গ্রামের রকমান সরদার,রকমান সরদারের মেয়ে রাহিমার স্বামী পল্লী চিকিৎসক মাসুদুল হাসান , মেয়ে রাহিমা, গজগা গ্রামের ইলিয়াস ও তালমা ইউনিয়নের মানিকনগর গ্রামের মাছ ব্যবসায়ী মোতালেব সহ এই প্রতারক চক্র লাউসে চাকরি দেওয়ার নামে এলাকা থেকে অর্ধশতাধিক লোক পাঠান।
প্রতি যাত্রীদের নিকট থেকে প্রথমে ৩ লাখ ৬০ হাজার টাকা নিয়ে লাউসে পাঠায়।তারপর বিদেশে পাঠিয়ে কাগজপত্র ঠিক করে দেওয়ার কথা বলে যাত্রী প্রতি আরও ৪০ হাজার টাকা দালাল মোতালেব এর মাধ্যমে লেনদেন করেন।জানা গেছে
পল্লী চিকিৎসক মাসুদুলের বাড়ি জিনাইদাহ সদর মমেনশাহ গ্রামে।
মানিকনগর বাজারে পল্লী চিকিৎসা করতেন। শশুর রকমান সরদারের বাড়িতেই থাকেন।মাসুদুলের স্ত্রী রাহিমা বলেন আকবর নামে এক দালালের মাধ্যমে মাসুদুল সহ ৪ জন প্রথমে লাউস যায় পরে আরও লোক লাগবে বলে এলাকা থেকে লাউসে লোকজন যায়। টাকা আকবর নিয়েছে।ভুক্তভোগীরা জানান গজগাহ গ্রামের রকমান সরদার এর মেয়ে জামাই মাসুদুল লাউসে নেয় সেখানে কোন কাজ না দিতে পারায় এমনকি খাবার না পেয়ে দেশে ফিরে আসি।টাকা নেওয়ার বিষয়ে তারা বলেন মাসুদুলের শশুর রহমান সরদার ও তার মেয়ে রাহিমা প্রথমে ৩ লাখ ৬০ হাজার টাকা নেয়।পরে ৪০ হাজার টাকা করে মোতালেব নেয়।টাকা নেওয়ার কথা স্বীকার করেন মোতালেব। রহমান সরদার ও তার মেয়ে জামাই মাসুদুল পলাতক রয়েছে।
তবে সবেবরাত রাতে রহমান সরদারের তিনটি গরু ট্রাকে করে বাড়ি থেকে সরাতে গেলে ভুক্তভোগীরা খবর পেয়ে গরু সহ ট্রাক আটক করে পরে পুলিশের সহযোগীতায় রকমান সরদারের বাড়িতে গরুগুলো জিম্মায় রাখা হয়েছে।
বিদেশে পাঠিয়ে কোন কাজ না দিয়ে প্রায় ৪ কোটি টাকা হাতিয়ে নেয় এই আদম ব্যবসায়ী প্রতারক চক্র।
ভুক্তভোগীরা সহায় সম্বল খুইয়ে এখন দিশেহারা হয়ে ঘুরছেন।
এবিষয় ভুক্তভোগীরা থানায় মামলা করবেন বলেন।