মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ১৫ জন।
রোববার সকাল সাড়ে ৮ টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাশাগারি এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশের সূত্রে জানায়, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী আলিফ মিম পরিবহনের একটি যাত্রীবাহীবাস ও বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় বাসটি রাস্তার পাশে উল্টে খাদে ছিটকে পড়ে গেলে ঘটনাস্থলে ১জনের মৃত্যু হয়েছে বলে পুলিশের সূত্রে জানা গেছে।
নিহত হলেন,ফরিদপুর মধুখালী রায়পুর হাট উপজেলা ব্রাহ্মণ কান্দী গ্রামের আলেক খাঁ ছেলে সাজ্জাদ (২২)।
সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা জন্য ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আবদুল্লাহ হেল বাকি জানান, রবিবার সকালে বাশাগারি এলাকার নামক স্থানে ঢাকাগামী আলিফ মিম পরিবহন যাত্রীবাহী বাস,ও ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে হলে ঘটনাস্থলে ১জন নিহত হয়।এসময় দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানার হেফাজতে নেওয়া হয়েছে।এবং মহাসড়ক কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।