নুরুল কবির বিশেষ প্রতিনিধি চট্টগ্ৰাম:
চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি-বোমা হামলা করে হতাহত ঘটনার এজহার নামীয় আসামি চিহ্নিত খুনী-সন্ত্রাসীদের পূনর্বাসনের অপচেষ্টার অভিযোগ উঠেছে জেলা সমবায় কর্মকর্তার বিরুদ্ধে। খুনী-সন্ত্রাসীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়ার পরও কোন পদক্ষেপ নেননি এ কর্মকর্তা।
সূত্র জানায়, আগামী শনিবার (১৬ নভেম্বর) সিডিএ নিউ হকার্স মার্কেট ক্ষুদ্র দোকানদার সমবায় সমিতির নির্বাচন। গত ২৭ অক্টোবর নির্বাচনের বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন পরিচালনা কমিটি। প্রকাশিত তালিকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে প্রকাশ্যে গুলি-বোমা হামলা করে মোঃ ফারুককে হত্যাকারী মোঃ শাহজাহানকে সভাপতি পদে ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মারুফের নাম দেখে ক্ষোভের জন্ম নেয় সমিতির সদস্যসহ সচেতন মহলের মনে। এলাকায় সন্ত্রাসী, কিশোর গ্যাং লিডার ও নানা অপরাধে জড়িত মোঃ শাহজাহান ও মোহাম্মদ মারুফ নিহত মোঃ ফারুক হত্যা মামলার এজাহার নামীয় আসামী। পতিত হাসিনা সরকারের সময়ে তাদের চাঁদাবাজি ও জুলুম-নির্যাতনের চিত্র গা শিউরে উঠার মতো। এছাড়াও তাদের বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগের তথ্য পাওয়া গেছে।
নির্বাচনে সম্পাদক পদপ্রার্থী মরিয়ম সিদ্দিকীর অভিযোগ, জেলা সমবায় কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দেওয়া হলেও রহস্যজনক কারণে এখনো কোন পদক্ষেপ নেয়নি।
এদিকে, মৃত সদস্যদের অন্তর্ভুক্ত এবং কিছু সদস্যদের বাদ দিয়ে ভোটার তালিকা প্রণয়নেরও অভিযোগ রয়েছে।
এবিষয়ে জেলা সমবায় কর্মকর্তা মুরাদ আহাম্মদের সাথে মুঠোফোনে যোগাযোগ করে মোঃ শাহজাহান ও মোহাম্মদ মারুফের প্রসঙ্গ তুলতেই ফোন কেটে দেন। বারবার চেষ্টা করলেও তিনি আর ফোন রিসিভ করেননি।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ