মোঃ হোসেন, ভোলা।
রাজধানীর নটর ডেম কলেজের মানবিক বিভাগে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির চূড়ান্ত মেধাতালিকায় স্থান পেয়েছেন ভোলার চরফ্যাশনের দুই মেধাবী শিক্ষার্থী। তারা হলেন- সাঈদ মাহমুদ (ফারদিন) ও মেহেদী হাসান সামি। চলতি বছরে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা-২০২৪ এ অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তারা।
গত ১ জুন শনিবার নটর ডেম কলেজ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এরপর ৩ জুন সোমবার এ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। নটর ডেম কলেজের ওয়েবসাইট থেকে এই ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে সুযোগ পেয়েছেন ভোলা চরফ্যাশন এর দুই মেধাবী ছাত্র।
তারা দুই জনই একই উপজেলার বাসিন্দা, ফজলুর রহমান ও ফারজানা আক্তার এই শিক্ষক দম্পতির ছেলে সাঈদ মাহমুদ ফারদিন এবং মাহবুব ইসলাম ও ফারজানা ইসলাম এই শিক্ষক দম্পতির ছেলে মেহেদী হাসান সামি।
চলতি বছরে ভোলা চরফ্যাশন সরকারি টি-ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয় এসএসসি-২০২৪ পরীক্ষায় অংশগ্রহণ করে। মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। তাদের সাফল্যে শিক্ষক ও পরিবার এবং সহপাঠীরা সহ আত্মীয় স্বজন বেস আনন্দিত।
জানতে চাইলে সাঈদ মাহমুদ ফারদিন বলেন, আমি এই বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছি। আসলে ছোট থেকেই সবার জীবনের একটা ইচ্ছে থাকে। আমি এটা হবো ওটা হবো। আমারও কিছু ইচ্ছে ছিলো। আমি নবম শ্রেণিতে সাইন্স নিয়ে পড়াশোনা করি। কিন্তু আমার কাছে একটা সময় মনে হলো যে আমি সায়েন্সে একটু দুর্বল। বাসা থেকেও বলতেছিলো, বেশি সমস্যা হলে গ্রুপ বদলানোর কথা। আমি নবম শ্রেণির শেষে বলতে গেলে দশম শ্রেণির প্রথম দিকে মানবিকে চলে আসি।
সে আরো বলেন, দশম শ্রেণিতে মানবিক থেকে নিয়মিত ক্লাস করা শুরু করি। প্রতিদিন রুটিন করে ১-২ টা করে অধ্যায় শেষ করতে থাকি। চেষ্টা করি আর ভাবি, আমাকে পারতেই হবে। আমিও মানুষ, আমাকে পারতেই হবে আজ আমিও সফল হয়েছি আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ। এরপর এস এস সিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হই। এরপর সবার ইচ্ছে, উচ্চ মাধ্যমিকে আমি যেন নটর ডেম কলেজে ভর্তি হই। আমার আত্মবিশ্বাস ছিলো, আমি সেটা সম্ভব হয়েছে। উচ্চশিক্ষা অর্জন শেষে আমি ইচ্ছা বিসিএস ক্যাডার হব।
নটর ডেমে ভর্তির সুযোগ পেয়ে ফারদিনের মতো উচ্ছ্বসিত মেহেদী হাসান সামিও। তিনি বলেন, আমার বাবা কলেজ শিক্ষক ও মা স্কুল শিক্ষকীকা। তবে সেই ছোটবেলা থেকে আমার স্বপ্ন আমি একটি ভালো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষাজীবন শেষ করবো। আমার স্বপ্ন হলো শিক্ষকতা করা। এসএসসির ফলাফল জানার পর থেকে ঘরোয়া পরিবেশে বাসায় থেকেই আমি নটর ডেম কলেজ ভর্তি প্রস্তুতি নিয়েছি। আমি সফলও হয়েছি। প্রত্যন্ত অঞ্চলের লেখা-পড়ায় আমাকে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়ে ছিলো। আমি চাই আমার মাধ্যমে শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক এই প্রত্যন্ত অঞ্চলে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ