মোঃ মাহফুজুর রহমান কালিয়া থেকে,, বিশ্ব বরন্য চিত্র শিল্পী এস এম সুলতানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে অন্তরে বাংলা আর্টস্ট গ্রুপ আয়োজিত নড়াইলের চিত্রাপাড়ে দুদিন ব্যাপি আর্ট ক্যাম্পের উদ্বোধন করা হয় শুক্রবার দুপুরে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুলতান স্মৃতি সংগ্রহ শালার কিউরেটর তন্দ্রা মুখার্জী, শিশু স্বর্গের সিনিয়র শিক্ষক চিত্র শিল্পী বলদেব অধিকারী, নড়াইল পৌরসভার কাউন্সিল শরফুল আলম লিটু, চিত্র শিল্পী রন্জন বিশ্বাস, অন্তরে বাংলার সেক্রেটারি চিত্র শিল্পী মেহেদী হাসান, শান্তাসিল আলম, হোসনা বানু, ফিরোজা আক্তার, জোসনা মাহাবুবা, সহকারী কিউরেটর মাসুদ রানা প্রমুখ।